iPhone 12-র দামে বিক্রি হচ্ছে লেটেস্ট Samsung Galaxy S21 Plus, অফার হাতছাড়া করবেন না

Black Friday 2021 (ব্ল্যাক ফ্রাইডে ২০২১) উপলক্ষে একাধিক সংস্থা বিশেষ সেলের আয়োজন করেছে। ফলে বিভিন্ন ধরনের প্রোডাক্টে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। সেক্ষেত্রে আপনার যদি জানুয়ারিতে লঞ্চ হওয়া Samsung Galaxy S21 Plus (স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস) ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে এই সময়টি আপনার খরিদ্দারির জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। আসলে Croma Black Friday Sale-এ Galaxy S21 Plus হ্যান্ডসেটটি বিশাল ডিসকাউন্টে মিলছে। এক্ষেত্রে ছাড়ের পরিমাণ এতটাই বেশি যে এই অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম এখন iPhone 12 (আইফোন ১২)-এর প্রায় সমতুল্য হয়ে গেছে। আসুন এই Croma Black Friday Sale এবং Galaxy S21 Plus-এর সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

ভারতে Samsung Galaxy S21 Plus-এর বর্তমান দাম

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আইফোন ১২-র ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা। এদিকে লঞ্চের সময়, স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাসের দাম ছিল ১,০০,৯৯৯ টাকা। কিন্তু এখন এই স্মার্টফোনটির ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ মডেলটি ৬১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যার পরিমাণ উক্ত আইফোনটির তুলনায় মাত্র ৫,০০০ টাকা বেশি।

Samsung Galaxy S21 Plus-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল এবং এসপেক্ট রেশিও ২০:৯। এছাড়া এই ফোনে ২.২ গিগাহার্টজ অক্টা-কোর Samsung Exynos 2100 প্রসেসর, ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক One UI 3.1 ওএস সহ এসেছে। সাথে রয়েছে IP68 রেটিংয়ের সুবিধা।

ফটোগ্রাফির জন্য এই গ্যালাক্সি হ্যান্ডসেটের পিছনে এফ/১.৮ অ্যাপারচারযুক্ত ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচারযুক্ত ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপারচারের ৬৪ মেগাপিক্সেল লেন্স উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।