Acer Swift Edge: বিশ্বের সবচেয়ে হালকা ১৬ ইঞ্চি OLED ডিসপ্লের ল্যাপটপ ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন

Acer আজ 4K রেজোলিউশন সমর্থিত ১৬-ইঞ্চি ডিসপ্লের একটি নয়া ল্যাপটপ মডেলকে ভারতীয় বাজারে লঞ্চ করলো। নবাগত Acer Swift Edge ল্যাপটপটিকে মূলত ‘প্রোডাক্টিভিটি ফোকাসড’ ক্রেতাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একই সাথে, “ক্রমবর্ধমান সাইবার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য” মাইক্রোসফ্ট প্লুটন সিকিউরিটি প্রসেসরও ব্যবহার করা হয়েছে এতে। সর্বোপরি সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে – Acer Swift Edge হল বিশ্বের সবচেয়ে হালকা ১৬-ইঞ্চির OLED ল্যাপটপ, যার ওজন মাত্র ১.১৭ কেজি। তবে ওজনে হালকা হওয়ার অর্থ এই নয় যে এটি টেকসই নয়। বরং আলোচ্য মডেলে অ্যালয় মেটেরিয়াল বডি ব্যবহার করেছে, যা রেগুলার অ্যালুমিনিয়ামের থেকে ২০% হালকা এবং ২গুন অধিক মজবুত। তবে বিশেষত্বের তালিকা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। নবাগত Acer Swift Edge ল্যাপটপের বাদবাকি স্পেসিফিকেশন সহ দাম এবং প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি পড়ুন।

ভারতে এসার সুইফট এজ -এর দাম ও লভ্যতা (Acer Swift Edge price and availability in India)

এসার সুইফট এজ ল্যাপটপকে ভারতে ১,২৪,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে লঞ্চ করা হয়েছে। লভ্যতার কথা বললে, এটিকে এসার ইন্ডিয়ার ই-স্টোর এবং ই-কমার্স সাইট অ্যামাজনে (Amazon) পাওয়া যাবে। যদিও এই মুহূর্তে উক্ত ল্যাপটপটি উভয় প্ল্যাটফর্মেই কেনার জন্য অনুপলব্ধ দেখাচ্ছে। যাইহোক, এসার সুইফট এজ – অলিভাইন ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আর এর রিটেল বক্সে একটি ৬৫ওয়াটের PD চার্জার এবং টাইপ-সি পাওয়ার কর্ড অন্তর্ভুক্ত।

এসার সুইফট এজ -এর স্পেসিফিকেশন (Acer Swift Edge specifications)

নবাগত এসার সুইফট এজ ল্যাপটপে রয়েছে ১৬-ইঞ্চির 4K (৩৮৪০x২৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে প্যানেল। উন্নত পারফরম্যান্সের জন্য এতে এএমডি রাইজেন ৭ ৬৮০০ইউ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি LPDDR5 র‌্যাম এবং ১ টেরাবাইট PCIe Gen4 NVMe মেমরি পাওয়া যাবে। উক্ত ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, যা মাইক্রোসফ্ট অফিস ২০২১ সফ্টওয়্যারের সাপোর্ট সহ এসেছে।

অন্যদিকে সংস্থার দাবি অনুসারে, Acer Swift Edge ল্যাপটপে একটি ফুল-এইচডি রেজোলিউশনের ওয়েবক্যামেরা দেওয়া হয়েছে, যা ৬০fps (ফ্রেম পার সেকেন্ড) রেটে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার ভিডিও কল চলাকালীন ‘ক্রিস্টাল ক্লিয়ার’ মানের ভয়েস সরবরাহ করতে এই ল্যাপটপে ‘টেম্পোরাল নয়েজ রিডাকশন’ ফিচার সমর্থন করে। তদুপরি অডিও ফ্রন্টের কথা বললে, এতে স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। তবে একটি ১৬-ইঞ্চির ডিসপ্লের ল্যাপটপ হওয়া সত্ত্বেও, এর কীবোর্ডে কিন্তু নাম (নম্বর) প্যাড নেই। যদিও বায়োমেট্রিক সিকিউরিটি জন্য ইউজাররা এতে ফিঙ্গারপ্রিন্ট রিডার পেয়ে যাবেন।

আলোচ্য ডিভাইসের কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট৷ পরিশেষে, Acer Swift Edge ল্যাপটপে একটি ৫৪Wh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ ওয়াটের PD অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে। আর বিশ্বের সবথেকে হালকা এই মডেলের সাথে এক বছরের ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে।