ব্লুটুথ কলিং সহ দীর্ঘ ব্যাটারি লাইফ, Fire Boltt Rock বাজেটের মধ্যে লঞ্চ হল

ভারতীয় বাজারে Fire Boltt Rock স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৭৯৯ টাকা।

গত দুদিন আগেই Collide নামের একটি স্মার্টওয়াচ লঞ্চের পর এবার Fire-Boltt নিয়ে এল Rock নামক স্মার্ট ঘড়ি। ব্লুটুথ কলিংযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ সেন্সর এবং স্পোর্টস মোড। সেইসঙ্গে ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire Boltt Rock স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire Boltt Rock -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire Boltt Rock স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৭৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এটি কিনতে পাওয়া যাচ্ছে। আর এটি ব্ল্যাক, গোল্ড এবং গ্রে কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। আর এর সাথে দেওয়া হচ্ছে ১ বছরের ওয়্যারেন্টি।

Fire Boltt Rock -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Fire Boltt Rock স্মার্টওয়াচটি অ্যামোলেড প্যানেলযুক্ত গোলাকৃতির ডিসপ্লের সাথে এসেছে। আর এর স্ক্রিনের পরিমাণ ১.৩ ইঞ্চি, যা হাই কনট্রাস্ট রেশিও এবং উজ্জ্বল কালার অফার করবে। আবার এর গোলাকার ডিসপ্লের চারধারে থাকছে মেটালিক ফ্রেম এবং ডান ধারে একটি ক্রাউন বটন বর্তমান।

অন্যদিকে, ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। সেইসঙ্গে পাওয়া যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং ১১০টি স্পোর্টস মোড। শুধু তাই নয়, হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার, স্লিপ মনিটার উপলব্ধ।

এবার আসা যাক Fire Boltt Rock স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে। তদুপুরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল অলওয়েজ অন ডিসপ্লে, ১০০টিরও বেশি ওয়াচফেস, মিউজিক-ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত।