Samsung Galaxy S24 Ultra-র প্রথম ছবি সামনে এল, বন্ধুদের আগেই ডিজাইন দেখে ফেলুন

স্যামসাং আগামী বছরের শুরুতে আয়োজিত তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2024) ইভেন্টে ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজটির ওপর থেকে পর্দা সরাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই লাইনআপের হ্যান্ডসেটগুলির লঞ্চের সঠিক তারিখটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির আসন্ন Galaxy S24 সিরিজটি আগামী ১৭ জানুয়ারি উন্মোচিত হবে। রিপোর্টে আসন্ন ফ্ল্যাগশিপগুলির প্রি-অর্ডার এবং সেলের তারিখের বিশদ বিবরণও প্রকাশ করা হয়। এছাড়া, Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra সম্পর্কিত অনেক তথ্যই সূত্র মারফৎ সামনে এসেছে। আর এখন আনুষ্ঠানিক লঞ্চ আগে, Samsung Galaxy S24 Ultra-এর কিছু লাইভ ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে। এগুলি ডিভাইসটির ডিজাইনের একটি স্পষ্ট আভাস দিয়েছে।

Samsung Galaxy S24 Ultra-এর লাইভ ইমেজ প্রকাশ্যে

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর ফাঁস হওয়া লাইভ ছবি ফোনটির আগের রেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ৷ বিস্তৃত অ্যাসপেক্ট রেশিও সহ ফোনটি হাতে ধরে রাখা অবস্থায় বেশ বড় বলে মনে হচ্ছে। এটি ছবিতে গ্রে কালার অপশনে দেখানো হয়েছে। ফ্রেমের ডানদিকে পাওয়ার এবং ভলিউম রকার সহ গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ বক্সি ডিজাইন রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ছবিগুলি এতে আল্ট্রা ওয়াইড ব্যান্ড (UWB) অ্যান্টেনার উপস্থিতি নিশ্চিত করেছে। রিয়ার প্যানেলে একটি অতিরিক্ত সেন্সর সহ তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট দেখা গেছে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর সামনে ছোট কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট দেখতে পাওয়া গেছে। লাইভ ইমেজগুলি ফ্ল্যাট ডিসপ্লে প্রদর্শন করেছে। তবে, এটি সম্পূর্ণ ফ্ল্যাট হবে না, কারণ নির্ভরযোগ্য টিপস্টার অনলিক্স সম্প্রতি গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এবং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর মধ্যে তুলনা শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে যে এটি তার পূর্বসূরির তুলনায় কম কার্ভড হবে। ইমেজগুলির একটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে ফোনের স্লট থেকে বেরিয়ে থাকা এস-পেন (S-Pen)-টিকেও দেখা যাবে। তবে, মূল ইউনিটের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে।

জানিয়ে রাখি, এর আগে সূত্র মারফৎ জানা গিয়েছিল যে Samsung Galaxy S24 Ultra তার পূর্বসূরির মতো একই আকারের ডিসপ্লের সাথে বাজারে আসবে, অর্থাৎ এতে ৬.৮ ইঞ্চির স্ক্রিন দেখা যাবে। স্মার্টফোনের চারপাশে অত্যন্ত সরু বেজেল থাকার ফলে ইউজারের ভিউয়িং এক্সপেরিয়েন্স আরও উন্নত হবে বলে আশা করা যায়। Samsung Galaxy S24 Ultra গ্যালাক্সি ফোনের জন্য বিশেষভাবে নির্মিত Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে।