প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা, Oppo Reno 11 সিরিজের সব স্পেসিফিকেশন ফাঁস

ওপ্পো (Oppo)-এর অনুরাগীরা জনপ্রিয় Reno সিরিজের আসন্ন স্মার্টফোনগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে যে, নতুন Oppo Reno 11 সিরিজটি এই মাসেই বাজারে পা রাখতে পারে। এই লাইনআপের হ্যান্ডসেটগুলির কিছু রেন্ডার ইতিমধ্যেই ফাঁস হয়েছে, যা দেখিয়েছে যে এগুলির ডিজাইন পূর্বসূরি Oppo Reno 10 সিরিজের সাথে সাদৃশ্যপূর্ণ। আর এখন, এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে লঞ্চের আগেই Oppo Reno 11এবং Oppo 11 Pro উভয় মডেলেরই গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Oppo Reno 11-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার নতুন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে প্রকাশ করেছেন যে, স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১১-এ পাঞ্চ-হোল কাটআউট সহ একটি কার্ভড স্ক্রিন থাকবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেটের সাথে আসবে এবং পুরুত্ব ৭.৫৯ মিলিমিটার-৭.৬৬ মিলিমিটার ও ওজন ১৮৪ গ্রাম হতে পারে।

ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো ১১-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রধান ক্যামেরার জন্য সনির এলওয়াইটি৬০০ সেন্সর, আল্ট্রাওয়াইডের জন্য সনি আইএমএক্স৩৫৫ সেন্সর এবং টেলিফটোর জন্য সনি আইএমএক্স৭০৯ সেন্সর অবস্থান করবে। টেলিফোটো সেন্সরটি ২x অপটিক্যাল জুম ক্ষমতা অফার করবে বলেও জানা গেছে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ওপ্পো রেনো ১১-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।

Oppo Reno 11 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

উচ্চতর Oppo Reno 11 Pro-তে ১২০ হার্ট রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং সহ ১.৫কে ডিসপ্লে থাকবে। এটি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 11 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের IMX709 ২x টেলিফোটো লেন্স দ্বারা গঠিত হবে৷ এই ফোনটির সামনেও একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 11 Pro স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে কিছুটা ছোট, ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে, তবে এটি উচ্চ গতির ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ডিভাইসটি প্রায় ৮.১৯-৮.২৬ মিলিমিটার স্লিম এবং প্রায় ১৯০ গ্রাম ওজনের হবে। এছাড়া, অডিও এবং হ্যাপটিক্সের জন্য, Oppo Reno 11 Pro-এ যথাক্রমে ডুয়েল স্পিকার সেটআপ এবং একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে বর্তমান প্রজন্মের Reno 10 সিরিজের মতো টপ-এন্ড ভ্যারিয়েন্ট হিসাবে আসন্ন Oppo Reno 11 লাইনআপের অধীনে কোনও ‘Pro+’ মডেল লঞ্চ করা হবে না। যদিও এই পরিকল্পনা পরে পরিবর্তিতও হতে পারে, তবে ওপ্পোর তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।