Samsung Galaxy A04s বাজেট রেঞ্জেও অফার করবে ট্রিপল রিয়ার ক্যামেরা, ফাঁস ছবি সহ ফিচার

কিছু দিন আগে Samsung Galaxy A04s -কে ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে SM-A047F মডেল নম্বর সহ উপস্থিত হতে দেখা গিয়েছিল। যারপর অনুমান করা হচ্ছিল ফোনটি শীঘ্রই লঞ্চের মুখ দেখবে। তবে তার আগে এখন এই স্মার্টফোনটির রেন্ডার সহ কয়েকটি কী-স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হল। যার দরুন জানা যাচ্ছে যে, Samsung Galaxy A04s, LED ফ্ল্যাশ উক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি LCD ডিসপ্লে প্যানেল এবং ৩ জিবি র‌্যাম সহ আসবে। এছাড়া, Galaxy A-সিরিজের এই লেটেস্ট মডেল এক্সিনস ৮৫০ (Exynos 850) প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

Samsung Galaxy A04s স্মার্টফোনের রেন্ডার ফাঁস হল অনলাইনে

উইনফিউচার, স্যামসাং গ্যালাক্সি এ০৪এস স্মার্টফোনের রেন্ডার সামনে এনেছে। জার্মান ভিত্তিক ওয়েব-পোর্টালটির, এই স্মার্টফোনের কয়েকটা মুখ্য স্পেসিফিকেশনও তাদের প্রতিবেদনে জানিয়েছে।

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ০৪এস স্মার্টফোনের রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। অন্যান্য মডেলের ন্যায় এতেও ক্যামেরা মডিউলের ঠিক নিচে মধ্যভাগে ব্র্যান্ড লোগো দেখা যাবে। আবার ফোনটির ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বোতাম অবস্থান করতে পারে। আর বাম মেরুদণ্ডে থাকবে একটি সিম ট্রে। এছাড়া ডিভাইসে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে বলেও আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি তিনটি আকর্ষণীয় কালার বিকল্পের সাথে লঞ্চ হবে, যথা – ব্ল্যাক, হোয়াইট এবং ডার্ক গ্রীন।

স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাংয়ের এই ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ৬.৫-ইঞ্চির LCD ডিসপ্লে সহ আসতে পারে। এই ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার-ড্রপ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। তদুপরি, উক্ত ফোনে হয়তো এক্সিনস ৮৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ পাওয়া যাবে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

এছাড়া জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ওএস দ্বারা চালিত হতে পারে। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে, এই হ্যান্ডসেট হয়তো ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করবে। আর কানেক্টিভিটির জন্য এতে – একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। ফোনটিতে ১৫ ওয়াট চার্জিং সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানতে পেরেছি আমরা।

ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হওয়ার দরুন Samsung Galaxy A04s স্মার্টফোনের মডেল নম্বরটি আমরা আগেই জানতে পেরেছিলাম। এখন ডিজাইন তথা ফিচার সম্পর্কেও ধারণা পাওয়া গেল। তবে উপরে উল্লেখিত তথ্যাদি ব্যতীত, ফোনটির আনুষ্ঠানিক লঞ্চ তারিখ বা লভ্যতা প্রসঙ্গে এখনো কিছু ঘোষণা করেনি স্যামসাং।