লেটেস্ট আপডেট Infinix Note 11 সিরিজে আনল নতুন ফিচার, বেড়ে যাবে ফোনের পারফরম্যান্স

Infinix Note 11 এবং Infinix Note 11S গত মাসে ভারতে লঞ্চ হয়েছে। ইনফিনিক্স’র প্রতিটি ফোনের মতো Note 11 সিরিজেও রয়েছে MediaTek প্রসেসর। অফিসিয়াল লঞ্চের এক মাসের মাথায় Infinix Note 11 সিরিজে একটি নতুন আপডেট রোলআউট হয়েছে, যা হ্যান্ডসেটগুলোতে এক্সটেন্ডেড বা ভার্চুয়াল র‌্যাম ফিচার যুক্ত করেছে।

ইনফিনিক্স মেমরি এক্সপ্যানশন প্রযুক্তির মাধ্যমে তাদের ওই ফোনগুলোতে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামের সাপোর্ট দিয়েছে। তবে Infinix Note 11 এবং Infinix Note 11S-এর ৪ জিবি ও ৬ জিবি ভ্যারিয়েন্টে শুধু ১ জিবি ভার্চুয়াল র‌্যাম যোগ হয়েছে। অন্য দিকে, ৮ জিবি র‌্যাম ব্যবহারকারীরা ৩ জিবি এক্সটেন্ডেড র‌্যামের সুবিধা পাবেন।

প্রসঙ্গত, অনেক সময় হেভি অ্যাপ্লিকেশন চালাতে গেলে আরও বেশি র‌্যামের প্রয়োজন হয়। কিন্তু স্মার্টফোনের সীমিত পরিমাণ র‌্যাম অনেক সময় সেই চাহিদা পূরণ করতে পারে না। ফলে ফোন হ্যাং করে যায়৷ আর এখানেই ভার্চুয়াল র‌্যাম বা এক্সটেন্ডেড র‌্যামের কনসেপ্ট এসেছে। কিছু কিছু স্মার্টফোন র‌্যামের নির্দিষ্ট সীমা পার করার পর ইন্টারনাল (অভ্যন্তরীণ) স্টোরেজ থেকে প্রয়োজনমতো জায়গা নিয়ে র‌্যাম হিসেবে ব্যবহার করে। আর স্টোরেজের এই ব্যবহৃত জায়গাকে ভার্চুয়াল বা এক্সটেন্ডেড র‌্যাম বলা হয়। ইনফিনিক্স’র দাবি, অ্যাপের স্টার্টআপ স্পিড অর্থাৎ খুলতে যতটুকু সময় লাগে, এক্সটেন্ডেড র‌্যাম ফিচারের মাধ্যমে সেই স্পিডে ৬০% বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন গ্রাহকেরা।

ইনফিনিক্স নোট ১১ সিরিজের স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, নোট ১১-এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। নোট ১১ প্রো-এ দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি এলসিডি স্ক্রিন। এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। নোট ১১ হেলিও জি৮৮ ও নোট ১১ প্রো হেলিও জি৯৬ প্রসেসরের সঙ্গে এসেছে। ফোনগুলিতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ।