Realme 8s 5G, Realme 8i সস্তায় দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Realme 8s 5G, Realme 8i। এর আগে এই সিরিজের Realme 8 5G, Realme 8, Realme 8 Pro ফোন তিনটি ভারতে উপলব্ধ ছিল। নতুন Realme 8s 5G, Realme 8i ফোনে রয়েছে মিডিয়াটেক প্রসেসর। এছাড়া দুটি ফোনেই এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। তবে Realme 8s 5G ফোনে যেখানে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে, সেখানে ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেটের ডিসপ্লে দেখা যাবে Realme 8i-এ। আসুন ফোন দুটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme 8s 5G ও Realme 8i এর দাম ও সেলের তারিখ

ভারতে রিয়েলমি ৮ এস ৫জি ফোনের দাম শুরু হয়েছে ১৭,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি ইউনিভার্স ব্লু ও ইউনিভার্স পার্পেল কালারে পাওয়া যাবে।

অন্যদিকে রিয়েলমি ৮ আই ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম ১৩,৯৯৯ টাকা। আবার ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ কিনতে ব্যয় করতে হবে ১৫,৯৯৯ টাকা। এই ফোনটি দুটি কালারে উপস্থিত – স্পেস ব্ল্যাক এবং স্পেস পার্পেল।

আগামী ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় Flipkart ও realme.com সাইটের মাধ্যমে Realme 8s 5G কেনা যাবে। যেখানে Realme 8i এর সেল শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডাররা দুটি ফোনের ওপর যথাক্রমে ১,৫০০ টাকা ও ১,০০০ টাকা ছাড় পাবেন।

Realme 8s 5G ফোনটি ভারতে Samsung Galaxy A22 5G, iQOO Z3, Oppo A74 5G এর মতো ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে Redmi 10 Prime, Samsung Galaxy M21 2021 এডিশনের মতো ফোনকে টেক্কা দেবে Realme 8i।

Realme 8s 5G স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ৮এস ৫জি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চলবে। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) এলসিডি। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ, এসপেক্ট রেশিও ২০:৯, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। এই ডিসপ্লে ৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ৯০.৫ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দেবে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমি ৮এস ৫জি ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও‌ ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি সহ পাওয়া যাবে। আবার এই ফোনে ৫ জিবি এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Realme 8s 5G ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ লেন্স সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল মনোক্রোম পোট্রেট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে পাওয়া যাবে এফ/২.১ লেন্স সহ ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Realme 8s 5G ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনটি সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ১৯১ গ্রাম‌।

Realme 8i স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ৮আই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ( ১,০৮০ x ২,৪১২ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০.৮০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামেট, ৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। আবার ডিসপ্লেটি ডায়নামিক রিফ্রেশ রেট সহ এসেছে- ৩০ হার্টজ, ৪৮ হার্টজ, ৫০ হার্টজ, ৬০ হার্টজ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ।

ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। রিয়েলমি ৮আই ফোনে ৫ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Realme 8i ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ লেন্স সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Samsung S5KJN1 সেন্সর, ২ মেগাপিক্সেল মনোক্রোম পোট্রেট ক্যামেরা, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনের সামনে পাঞ্চ হোলের মধ্যে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সিকিউরিটির জন্য ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 8i ফোনে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে রয়েছে, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ১৯৪ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন