অনলাইন বেটিংয়ের প্রচার, সৌরভ ও বিরাট কে আইনি নোটিশ পাঠালো মাদ্রাজ হাইকোর্ট

IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ)-এর মরসুম চলছে। তবে খেলা দেখুন বা না দেখুন, ইন্টারনেট সার্ফিং করার সময় দিনে একবার হলেও মোবাইল প্রিমিয়ার লীগ অর্থাৎ MPL অ্যাপ্লিকেশন বা My 11 Circle নামের ফ্যান্টাসি লীগের বিশেষ বিজ্ঞাপন অনেকেই দেখেছেন। এছাড়াও এই ধরণের একাধিক অ্যাপ রয়েছে, যেগুলি দাবি করছে তাদের প্ল্যাটফর্মে গেম খেলে কোটি কোটি টাকা জেতা যাবে। কিন্তু এবার, এই ধরণের অনলাইন স্পোর্টস অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটিলতার মুখে পড়লেন বোর্ড (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মাদ্রাজ হাইকোর্ট এই দুই জনপ্রিয় ব্যক্তিত্বকে আইনি নোটিশ পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়, My 11 Circle নামের ফ্যান্টাসি লিগটির বিজ্ঞাপনী প্রচারের পরিচিত মুখ। অন্যদিকে বিরাট কোহলি অনলাইন গেমিং অ্যাপ MPL এর প্রচার করেন। তবে শুধু এই দুজনই নন, ফ্যান্টাসি লিগের প্রচারে জড়িত আছেন দেশ-বিদেশের অন্যান্য ক্রিকেটার, অভিনেতা-অভিনেত্রীরা।

রিপোর্ট অনুযায়ী, মাদ্রাজ বা চেন্নাই এলাকার একাংশ তরুণ এই ধরনের ফ্যান্টাসি গেমের নেশায় বুঁদ হয়ে প্রচুর টাকা খুইয়েছেন। আবার, এই গেমগুলিতে হেরে গিয়ে বা টাকা খুইয়ে অনেকে আত্মহত্যা করেছে এমন খবরও সামনে এসেছে। এরপরেই আইনজীবী মহম্মদ রিজভি মাদ্রাজ আদালতে একটি জনস্বার্থ মামলা করেছেন। আর তাই এই ধরণের অনলাইন জুয়ার প্রচারের অংশ হিসেবে জড়িত থাকায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলিকে নোটিশ পাঠিয়েছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। এছাড়াও নোটিশ পাঠানো হয়েছে প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীকে এবং অ্যাপগুলোর মালিক সংস্থাকেও।

এর আগেও অনলাইন ক্রিকেট বেটিং অ্যাপের প্রমোশন করার জন্য বিরাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে এবারের আইপিএল ম্যাচের দরুণ যে ব্যাপক হারে এই ধরণের ফ্যান্টাসি অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপনী প্রচার চলেছে তাতেই সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। ফলে আইপিএলের শেষ পর্যায়ে এসে চরম অস্বস্তিতে পড়েছেন খোদ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং দলের অধিনায়ক। রিপোর্ট অনুযায়ী, আগামী ১৯ নভেম্বরের মধ্যে আদালতে জবাব দিতে হবে এই সমস্ত তারকা সেলিব্রিটিদের।

প্রসঙ্গত, অক্টোবরের শেষ দিনে অনলাইন বেটিংয়ের (জুয়া) অভিযোগে MPL অ্যাপ্লিকেশনসহ ১৩২টি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল অন্ধ্রপ্রদেশ সরকার। রাজস্থান হাইকোর্টেও MPL-এর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল।