কোনো অ্যাপ ছাড়াই WhatsApp Status কিভাবে সেভ করবেন জেনে নিন

WhatsApp Status ফিচারটি আমাদের সবারই বেশ প্রিয়। এখানে পছন্দের ছবি, ভিডিও বা লিংক শেয়ার করা যায়। আমরা মাঝে মাঝেই কে কি স্ট্যাটাস পোস্ট করেছে তা চেক করে থাকি। এরমধ্যে কারো WhatsApp Status ভালো লেগে যায় এবং ইচ্ছা করে সেটি সেভ রাখতে। কিন্তু WhatsApp এই ধরণের কোনো ফিচার অফার করেনা। সেক্ষত্রে স্ক্রিনশট নেওয়া ছাড়া আর উপায় থাকে না। কিন্তু স্ক্রিনশট নিলে আপনাকে স্ট্যাটাস থেকে নাম, ক্যাপশন ইত্যাদি ক্রপ করতে হতে পারে। তাছাড়া ভিডিও সেভ করতে চাইলে স্ক্রিনশট নিয়ে হবে না। তবে এমন কয়েকটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেভ করতে পারেন। আমরা আজকে সেই বিষয়ে কথা বলব।

স্ক্রিনশট ছাড়া WhatsApp Status সেভ করার উপায়

  • এর জন্য আপনাকে Status Saver নামক একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি Google প্লে স্টোরে পেয়ে যাবেন।
  • এরপর হোয়াটসঅ্যাপ খুলে Status পেজে চলে যান। এরপর যে কন্ট্যাক্টের স্ট্যাটাস আপনি সেভ করতে চান, সেটি সিলেক্ট করুন।
  • এরপর Status Saver অ্যাপে যান। এই অ্যাপ স্ক্যান করে সমস্ত স্ট্যাটাস ডিসপ্লে করবে। তার সঙ্গে সঙ্গেই আপনি এখানে যে কোনো মিডিয়া বেছে নেওয়ার অপশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যদি ফটো ডাউনলোড করতে চান তাহলে ফটোতে ক্লিক করতে পারেন অথবা ভিডিও ডাউনলোড করতে চাইলে ভিডিওতে ক্লিক করতে পারেন।
  • যে স্ট্যাটাসটি আপনি সেভ করতে চান তার উপর ট্যাপ করলে ডাউনলোড অপশন আসবে, এখানে ট্যাপ করুন। এরপর স্ট্যাটাস আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে।
  • এছাড়াও যারা MX Player ব্যবহার করেন তাঁদের জানিয়ে দিই, MX Player-এর মধ্যেও WhatsApp Status Saver বলে একটি অপশন আছে। এর মাধ্যমে আপনি স্ট্যাটাসে দেওয়া ভিডিও সেভ করতে পারেন।

অ্যাপ ছাড়া WhatsApp Status সেভ রাখার উপায়

আপনারা হয়তো অনেকেই জানেন না, যে WhatsApp Status গুলি আমরা দেখি WhatsApp সেগুলি ডাউনলোড করে নেয়। যদি আপনি এগুলো দেখতে চান তাহলে ফাইল ম্যানেজারে দেখতে পারেন।

  • এর জন্য আপনাকে সবার প্রথমে ফাইল ম্যানেজার ওপেন করতে হবে।
  • এরপর ইন্টারনাল স্টোরেজে গিয়ে সেটিংস এ যেতে হবে।
  • এখানে Show Hidden Files এনেবল করে দিতে হবে।
  • এরপর ইন্টারনাল স্টোরেজে গিয়ে WhatsApp ফোল্ডারে ট্যাপ করতে হবে।
  • এরপর Media-তে ট্যাপ করতে হবে।
  • এখানে .Statuses ফাইল পেয়ে যাবেন। এখানে আপনি সেই সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন যেগুলি আপনি দেখেছেন। এখান থেকে আপনি কোন ছবি বা ভিডিও যে কোন লোকেশনে কপি করে রাখতে পারেন।