OnePlus Nord 2 আজ দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হতে চলেছে, জানুন দাম ও স্পেসিফিকেশন

অবশেষে আজ লঞ্চ হতে চলেছে OnePlus Nord 2। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ফোনটিকে ভারত ও ইউরোপে লঞ্চ করা হবে। ওয়ানপ্লাসের পাশাপাশি Amazon India ফোনটির মুখ্য স্পেসিফিকেশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। OnePlus Nord 2 ফোনে ব্যবহার করা হবে Mediatek Dimensity 1200 প্রসেসর। আবার ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। আসুন OnePlus Nord 2 এর লঞ্চ, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 2 ভারতে কখন লঞ্চ হবে

আগেই বলেছি ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটিকে একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে। এই ইভেন্ট ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে। এই ইভেন্ট কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে। এছাড়া নীচে দেওয়া লিংক থেকে আপনি এই ইভেন্ট সরাসরি দেখতে পারবেন।

OnePlus Nord 2 এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৩২,০০০ টাকা। আবার ৩৫,০০০ টাকায় পাওয়া যাবে এর ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট।

OnePlus Nord 2 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন সহ আসবে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর। ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১.৩ কাস্টম রম সহ আসবে। ফটো ও ভিডিও-র জন্য ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার প্রাইমারি ক্যামেরা হবে OIS ( অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। অন্য দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল Sony IMX616 সেন্সর পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 2 ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন