Redmi Note 11 সিরিজের পাঁচ-পাঁচটি ফোন গ্লোবাল মার্কেটে আসছে, ফাঁস হল কোডনেম

গত বছর অক্টোবরে চীনের বাজারে Redmi Note 11 সিরিজটি পা রাখার পর শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটেও আসবে এই ফোনগুলি। সেক্ষেত্রে, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Redmi Note 11 সিরিজের পাঁচটি স্মার্টফোন আগামী ২৬ জানুয়ারি বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে। দাবি করা হচ্ছে, গ্লোবাল মার্কেটে আসন্ন নোট সিরিজে Redmi Note 11, Redmi Note 11S, Redmi Note 11 Pro 4G, Redmi Note 11 Pro 5G, এবং Redmi Note 11 Pro+ 5G – এই পাঁচটি স্মার্টফোন থাকবে। একটি সূত্র মারফত এই ফোনগুলির বিভিন্ন মার্কেটের জন্য ভিন্ন কোডনেমগুলিও প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, ভারতে সম্প্রতি Redmi Note 11S ফোনের টিজার প্রকাশ করেছে চীনা সংস্থাটি। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পাঞ্চ- হোল ডিসপ্লে ডিজাইন রয়েছে বলে জানা গেছে।

Redmi Note 11 সিরিজের পাঁচটি মডেল গ্লোবাল মার্কেটে আসছে

শাওএমআইইউআই (Xiaomiui) টুইট করে রেডমি নোট ১১ সিরিজের আসন্ন পাঁচটি ডিভাইসের গ্লোবাল ও ভারতীয় ভ্যারিয়েন্টের কোডনেমগুলি প্রকাশ করেছে।

https://twitter.com/xiaomiui/status/1483409002100895747

এই টুইট থেকে জানা গেছে, Redmi Note 11 ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের কোডনেমটি হল ‘স্পেস’ (spes) এবং এই সংস্করণে এনএফসি (NFC) সাপোর্ট থাকবে না। অন্যদিকে, Redmi Note 11 ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের কোডনেম ‘স্পেসএন’ (spesn) এবং এটি এনএফসি (NFC) ফিচারের সাথে আসবে। আবার, মেইল’ (meil) কোডনেমের সাথে ভারতে আসছে Redmi Note 11S।

এছাড়াও টুইট থেকে জানা গেছে Redmi Note 11 Pro 4G ফোনের একটি ভ্যারিয়েন্টের কোডনেম ‘ভিডা’ (Vida), যেটি ভারতের বাজারে লঞ্চ হবে এবং ‘ভিভা’ (Viva) কোডনেম সহ আরেকটি ভ্যারিয়েন্ট ভারতের বাইরের বাজারে আত্মপ্রকাশ করবে। একইভাবে, Redmi Note 11 Pro 5G ফোনের কোডনেম ‘ভিয়াক্স’ (Veux) এবং Redmi Note 11 Pro+ 5G ফোনের কোডনেম ‘পিসারোপ্রো’ (pissarropro) রাখা হয়েছে।

জানিয়ে রাখি, গ্লোবাল ভ্যারিয়েন্ট বলতে সেই স্মার্টফোনগুলিকেই বোঝানো হচ্ছে, যেগুলি চীনের বাইরে লঞ্চ করা হবে। Redmi Note 11 4G, Redmi Note 11 5G, Redmi Note 11 Pro, এবং Redmi Note 11 Pro+ – এই চারটি ফোনই ইতিমধ্যে চীনে আত্মপ্রকাশ করেছে।

প্রসঙ্গত, Redmi Note 11 5G ফোনটি ভারতের বাজারে গতবছর নভেম্বরে Redmi Note 11T 5G নামে লঞ্চ হয়েছে। এর পাশাপাশি Redmi Note 11 Pro ফোনটি Xiaomi 11i হিসাবে এবং Redmi Note 11 Pro+ ফোনটি Xiaomi 11i HyperCharge 5G হিসাবে লঞ্চ হয়েছে জানুয়ারিতেই।

উল্লেখ্য, চীনে লঞ্চ হওয়া সমস্ত Redmi Note 11 মডেলেই পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর। কিন্তু জানা গেছে গ্লোবাল ভ্যারিয়েন্টগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং নতুন ডিজাইন সহ আসবে।