Vi গ্রাহকদের জন্য খারাপ খবর, আর পাবেন না Zee5-র প্রিমিয়াম সাবস্ক্রিপশনে

বিগত কয়েক মাস ধরে, গ্রাহক টানতে একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে Vodafone-Idea বা Vi; নিয়ে এসেছে নতুন নতুন সব অফার এবং রিচার্জ প্ল্যানও। কিন্তু এবার কিছুটা উল্টো পথে হেঁটে ভারতের অন্যতম জনপ্রিয় এই টেলিকম সংস্থাটি নিজের নির্দিষ্ট পোস্টপেড প্ল্যানের সাথে প্রদত্ত ওটিটি প্ল্যাটফর্ম, Zee5-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ Vi বোধহয় তার জনপ্রিয়তা বাড়াতে ‘নাকের বদলে নরুন’ দেওয়ার কথা ভাবছে! আসলে, সংস্থাটি Zee5 সাবস্ক্রিপশনের সুবিধা তুলে নিলেও, ৪৯৯ টাকার বেশি সমস্ত পোস্টপেড প্ল্যান এবং নির্বাচিত প্রিপেড প্ল্যানের সাথে Disney + Hotstar VIP সাবস্ক্রিপশন দেওয়ার কথা ঘোষণা করেছে। অর্থাৎ টেলকোর পোস্টপেড গ্রাহরা ৯৯৯ টাকার বার্ষিক Zee5 সাবস্ক্রিপশনের বদলে এখন থেকে ৩৯৯ টাকার Disney + Hotstar এর VIP সাবস্ক্রিপশন পাবেন, যাতে দেশীয় টিভি শো, খেলা, সিনেমা এবং মজাদার সব ওয়েব শো দেখা যাবে।

এদিকে, Vi RED রেঞ্জের পোস্টপেড প্ল্যানগুলিতেও এখন শুধুমাত্র Amazon Prime, Disney+ Hotstar VIP এবং Vi Movies & TV অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এমনকি সংস্থার ১,০৯৯ টাকার REDX পোস্টপেড প্ল্যানটিও এখন Zee5 Premium সাবস্ক্রিপশন ছাড়াই অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে।

সংস্থাটি, ইতিমধ্যেই ওয়েবসাইটে Zee5 Premium সাবস্ক্রিপশন অপসারণের কথা উল্লেখ করেছে এবং এই সাবস্ক্রিপশনের শর্তাদি আপডেট করেছে। সেখানে বলা হয়েছে যে গত ১০ই মার্চ রাত ১২টা থেকে ‘ফ্রেশ সাবস্ক্রিপশন’ দেওয়ার উদ্দেশ্যে এই সাবস্ক্রিপশনটি প্রত্যাহার করা হয়েছে। এদিকে এই ‘ফ্রেশ সাবস্ক্রিপশন’ শব্দবন্ধনীটির জন্য বেশ জল্পনা সৃষ্টি হয়েছে। টেলিকম টকের মতে, Vi, Zee5 এন্টারটেইন্টমেন্ট লিমিটেডের সাথে তার চুক্তি পুনর্নবীকরণ করতে পারে এবং আগামী দিনে ফের Zee5 সাবস্ক্রিপশনের সুবিধাটি প্রবর্তন করতে পারে; হয়তো সেই কারণেই উক্ত শব্দদুটি ব্যবহার করা হয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখি, Vi-এর স্বতন্ত্র গ্রাহকদের জন্য পোস্টপেড প্ল্যান শুরু হয় ৪৯৯ টাকা থেকে এবং ফ্যামিলি পোস্টপেড প্যাকগুলির জন্য সর্বনিম্ন ৫৯৮ টাকা বা ৬৪৯ টাকা খরচ করতে হয়। এছাড়া, ৩৯৯ টাকারও একটি বেসিক প্ল্যান রয়েছে যাতে Vi Movies & TV ছাড়া অন্য কোনো ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায় না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন