মাত্র ৭৯৯ টাকায় বাজারে এল iTel S9 Pro ইয়ারফোন, পাবেন DJ এর মতো সাউন্ড

ভারতীয় বাজারে iTel S9 Pro ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭৯৯ টাকা।

ভারতে লঞ্চ হল iTel ব্র্যান্ডের নতুন অডিও ডিভাইস। নয়া এই ডিভাইসের নাম iTel S9 Pro ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। বাজেট রেঞ্জের এই হেয়ারেবেলটিতে রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফ, এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি, লো ল্যাটেন্সি মোড সহ আরো একাধিক আকর্ষণীয় ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন iTel S9 Pro ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

iTel S9 Pro-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে iTel S9 Pro ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭৯৯ টাকা। এটি নেবুলা ব্ল্যাক এবং ডার্ক ব্লু কালার অপশনে এসেছে। দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

iTel S9 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত iTel S9 Pro ইয়ারফোনটি ডুয়াল টোন ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর এর ইয়ারবাডে রয়েছে স্টেম এবং সিলিকন ইয়ারটিপ। আবার এর স্টেম ট্রান্সপারেন্ট হওয়ায় ভেতরের প্যানেলগুলি বাইরে থেকে দেখা যায়।

অন্যদিকে, ইয়ারবাডটিতে দেওয়া হয়েছে ১০ এমএম বেসবুস্ট ড্রাইভার। ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি অফার করার জন্য এতে থাকছে দুটি মাইক এবং এআই ইএনসি টেকনোলজি। এই ইয়ারবাডটি ৪৫ এমএস লো ল্যাটেন্সি মোড অফার করবে। সেই সঙ্গে ডিভাইসটি ইয়ার ডিটেকশন এবং ভয়েস অ্যাক্টিভেশন করতে পারবে। তদুপরি হেয়ারেবলটিতে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।

এবার আসা যাক iTel S9 Pro ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪০০ এমএএইচ ব্যাটারি এবং এর প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৪০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার ইউএসবি সি পোর্টের মাধ্যমে মাত্র ১০ মিনিট চার্জ দিলে এটি ১০০ মিনিট পর্যন্ত চলবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।