এক্ষুনি আপডেট করুন Google Chrome ব্রাউজার, নইলে হবেন হ্যাকিংয়ের শিকার

নিরাপদ এবং দ্রুত ওয়েব পরিষেবা দেওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় Google Chrome ব্রাউজার। কিন্তু সপ্তাহখানেক আগেই ক্রোম ওয়েব ব্রাউজারের একটি ত্রুটির কথা সামনে এসেছিল, যা থেকে কম্পিউটার ইউজাররা হ্যাকিংয়ের শিকার হতে পারেন বা তাদের তথ্য চুরি হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছিল। তবে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই সমস্যার সমাধান করতে Windows, Mac এবং Linux-বেসড কম্পিউটারগুলির জন্য একটি সিকিউরিটি প্যাচ আপডেট রোলআউট করেছে গুগল ক্রোম।

Google, তার Chrome ব্রাউজার ইউজারদের জন্য ৮৬.০.৪২৪০.১১১ সফ্টওয়্যার ভার্সন যুক্ত আপডেট প্রকাশ করেছে। আপনি যদি গুগল ক্রোম ইউজার হন, তাহলে এখনই আপনার গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট করুন। এক্ষেত্রে যে সমস্ত ইউজার এই মুহূর্তে আপডেটটি দেখতে পাচ্ছেননা, তারা আগামী এক সপ্তাহের মধ্যেই আপডেটটি পেয়ে যাবেন।

গুগল ক্রোম ব্রাউজারে ঠিক কি সমস্যা কি ছিল সে সম্পর্কে এখনো পর্যন্ত মুখ খোলেনি গুগল কর্তৃপক্ষ। সংস্থার তরফে বলা হয়েছে, সমস্ত ইউজাররা গুগল ক্রোম ব্রাউজার আপডেট না করা পর্যন্ত ক্রোমের বাগের সম্পর্কে কোনো কথা জানানো হবেনা। তবে গুগল বলেছে, নতুন আপডেটে মোট পাঁচটি সিকিউরিটি ইস্যু ফিক্স করা হয়েছে। এর মধ্যে দুটি সিকিউরিটি ফিক্স Windows ডিভাইসের জন্য, দুটি Mac-এর জন্য, এবং Linux-এর জন্য প্রকাশ করা হয়েছে। এই আপডেটগুলি ১০০ এমবি-র চেয়েও কম এবং আপডেট প্রক্রিয়াও বেশ সহজ।

কীভাবে গুগল ক্রোম ব্রাউজার আপডেট করবেন

১. গুগল ক্রোম আপডেট করতে প্রথমে ব্রাউজারটি খুলতে হবে।
২. এরপর ব্রাউজার উইন্ডোর ওপরের ডানদিকে থ্রি ডট অর্থাৎ তিনটি বিন্দু যুক্ত অপশনে ক্লিক করতে হবে এবং ‘হেল্প’ সেকশনে যেতে হবে।
৩. ইউজারকে এরপর About Google Chrome অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করা মাত্রই ব্রাউজারটি আপডেট হতে শুরু হবে।
৪. আপডেট সম্পন্ন হওয়ার পর ব্রাউজারটিকে পুনরায় চালু করতে হবে।