ডিজাইনের সাথে ফিচারের মন জয় করবে Oppo A2m, 12 জিবি র‌্যামের সাথে থাকবে 5000mAh ব্যাটারি

Oppo A2m স্মার্টফোনকে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেলের সাথে নিয়ে আসা হবে।

Oppo বর্তমানে দুটি নতুন A-সিরিজের ফোনের উপর কাজ করছে, যা খুব শীঘ্রই চীনে আত্মপ্রকাশ করবে। আসন্ন এই মডেলগুলি হল – Oppo A2x এবং A2m। এই দুটি ডিভাইসই গত মাসে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আবার আজ এই সিরিজের Oppo A2m স্মার্টফোনকে China Telecom -এর সাইটে দেখা গেল। যার দৌলতে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ ডিজাইন প্রকাশ্যে এসে গেছে। এমনকি ডিভাইসটি PJU110 মডেল নম্বর বহন করবে বলেও নিশ্চিত করেছে উক্ত সাইটটি।

China Telecom সাইটে দেখা গেল Oppo A2m স্মার্টফোনকে

চীনা টেলিকমের লিস্টিং অনুসারে, আসন্ন ওপ্পো এ২এম স্মার্টফোনের ডিজাইন হবে ওয়াটারড্রপ নচ স্টাইলের। এর ডিসপ্লের নীচের অংশটি পুরু হবে। ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি ক্যামেরা সেন্সর থাকবে। আবার ডিভাইসের ডানদিকে পাওয়ার বাটন লক্ষ্যণীয়, যার মধ্যেই সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকবে বলে মনে করা হচ্ছে। আলোচ্য এ-সিরিজ স্মার্টফোনটিকে লঞ্চ পরবর্তী সময়ে – স্টারি নাইট ব্ল্যাক এবং ফ্লাইং ফ্রস্ট পার্পল কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে।

স্পেসিফিকেশনের কথা বললে, Oppo A2m স্মার্টফোনকে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেলের সাথে নিয়ে আসা হবে। এতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার পাওয়া যাবে। আবার ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য এই ফোনে মিডিয়াটেক MT6833V’/ZA প্রসেসর ব্যবহার করা হবে বলেও উল্লেখ আছে লিস্টিংয়ে। এক্ষেত্রে চিপসেটটি ডাইমেনসিটি ৭০০ বা রিব্র্যান্ডেড ডাইমেনসিটি ৬০২০ হতে পারে। ওপ্পো তাদের এই আপকামিং হ্যান্ডসেটকে মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসতে পারে, যথা – ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

চীনা টেলিকম সাইটে আপাতত এইটুকু তথ্যই উল্লেখ আছে। তবে TENAA সার্টিফিকেশন সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, Oppo A2m -কে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। আবার কানেক্টিভিটির জন্য এই ফোনে – ডুয়েল সিম স্লট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক বিকল্প সামিল থাকবে বলেও জানা যাচ্ছে।