Battlegrounds Mobile India প্লেয়াররা সাবধান! প্রায় দেড় মাসের মধ্যে ব্যান হল ২৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট

যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে গেলে যথার্থ রণনীতি অবলম্বন করতে হবে, কোনোরকম চৌর্যবৃত্তির আশ্রয় নেওয়া কোনোমতেই বরদাস্ত করা হবে না – এই মূলমন্ত্রকে হাতিয়ার করে গেমারদের এক মনোরম গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার (Battlegrounds Mobile India বা BGMI) গেম নির্মাতা ক্রাফটন (Krafton) যে বদ্ধপরিকর, তা বিগত কয়েক মাস ধরেই বোঝা যাচ্ছে। খেলায় জেতার জন্য বহু প্লেয়ারকে অসাধু উপায় অবলম্বন করতে দেখা যাচ্ছে, আর তা ধরা পড়লেই কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা বোধ করছে না দক্ষিণ কোরিয়ার এই গেম নির্মাতা সংস্থাটি। তাই তারা বিগত প্রায় চার মাস ধরে লক্ষাধিক অ্যাকাউন্ট ব্যান করেছে। সাম্প্রতিক এক রিপোর্টে আবারও একবার একথা সামনে এলো।

অবৈধ অ্যাকাউন্ট নির্মূল করার কথা উল্লেখ করে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ওয়েবসাইটে একটি পোস্টে ক্রাফটন ঘোষণা করেছে যে, তারা সম্প্রতি স্থায়ীভাবে ২৫,১৯,৬৯২ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে, অন্যদিকে ১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে ৭,০৬,৩১৯ টি অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সংস্থার মতে, BGMI-কে প্লেয়ারদের কাছে মজাদার করে তোলার জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বেশ কিছু অবৈধ অ্যাপ এবং প্রোগ্রাম আছে, যেগুলির সাহায্য নিয়ে একাধিক প্লেয়ার এই গেমটি খেলছে বলে জানা গেছে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কর্তৃক সম্প্রতি নিয়োজিত সিকিউরিটি সিস্টেম এবং কমিউনিটি মনিটরিং সিস্টেমের রেগুলার স্ক্যানের মাধ্যমে এই ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত ইউজারদের চিহ্নিত করা গেছে এবং তৎক্ষণাৎ তাদের অ্যাকাউন্টগুলিকে ব্যান করা হয়েছে।

উল্লেখ্য যে, বহুপ্রতীক্ষিত PUBG Mobile-এর ভারতীয় সংস্করণ BGMI-এর মোহে ইতিমধ্যেই ব্যাপকভাবে মজে গিয়েছেন বিপুল সংখ্যক ভারতীয় গেমার। গেমটিতে জেতার জন্য বেশ কিছু মানুষ এমন উন্মত্ত হয়ে উঠেছে যে, তারা এখন অসাধু উপায় অবলম্বন করতেও দ্বিধা বোধ করছে না। বিষয়টি ক্রাফটনের নজরে আসার পর থেকেই তারা বারংবার ইউজারদের সাবধান করেছে যে, গেমে জেতার জন্য যদি ইউজারদের কোনোরকম অসৎ কার্যকলাপ করতে দেখা যায় তাহলে তাদের অ্যাকাউন্ট তৎক্ষণাৎ ব্যান করা হবে। কিন্তু তা সত্ত্বেও কিছু ইউজারকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, আর ফলস্বরুপ ক্রমাগত কঠোর পদক্ষেপ নেওয়াও জারি রাখছে ক্রাফটন।

একথা নিঃসন্দেহে বলা বাহুল্য যে, BGMI-এর ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখে গেমটির বিপুল সংখ্যক ইউজারবেসকে সেরা অনলাইন, প্রতিযোগিতামূলক গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য Krafton-এর কাঁধে বেশ বড়ো রকমের চাপ রয়েছে, এবং সেক্ষেত্রে এই ধরনের কঠোর প্রতারণা বিরোধী ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা উচিত। বহু কাঠখড় পুড়িয়ে পাওয়া এই সাফল্যের মধ্যে যাতে কোনো দুষ্কর্মের খবর জড়িত না থাকে সে বিষয়ে কোম্পানিটি কড়া নজর রেখেছে। সংস্থাটি জানিয়েছে, BGMI একটি মনোরম গেমিং এক্সপেরিয়েন্স ইউজারদের উপহার দেওয়ার জন্য অবৈধ প্রোগ্রাম ও টুলের ব্যবহার নির্মূল করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের সম্পূর্ণ চেষ্টা আগেও করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে।