২ হাজার টাকা ছাড়, OnePlus Nord 2 x Pac-Man Edition-এর আজ থেকে বিক্রি শুরু

আজ অর্থাৎ ১৬ই নভেম্বরে ভারত সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হল বহুল চর্চিত OnePlus Nord 2 x Pac-Man Edition। ৮০-র দশকের জনপ্রিয় ভিডিও গেম ‘প্যাক ম্যান’ (Pac Man) নামাঙ্কিত এই স্মার্টফোনকে চলতি বছরের জুলাই মাসে লঞ্চ হওয়া OnePlus Nord 2 এর ‘স্পেশাল’ এডিশন হিসেবে নিয়ে আসা হয়েছে। এই বিশেষ এডিশনের স্পেসিফিকেশন মূল মডেলের অনুরূপ হলেও, বাহ্যিক ডিজাইন এবং সফ্টওয়্যার সংক্রান্ত কিছু সেকশনকে ‘প্যাক-ম্যান’ গেমের অনুকরণে পরিবর্তিত বা গ্যামিফাই করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল ফোনের ‘গ্লো-ইন-দ্য-ডার্ক’ ডিজাইনের রিয়ার প্যানেল। সেক্ষেত্রে, আলোতে প্যাক চরিত্রের অবয়ব এবং অন্ধকারে মেজ প্যাটার্ন দেখা যাবে ফোনের গ্লস ফিনিশিং প্যানেলে। এছাড়া, প্যাক-ম্যান গেমারদের নস্টালজিক অনুভূতি ফিরিয়ে দিতে, OnePlus তাদের এই লেটেস্ট ফোনের সাথে প্যাক-ম্যান ২৫৬ গেমের প্রি-ইন্সটল কপি, সেন্সর অ্যানিমেশন, প্যাক-ম্যান সিলিকন কেস এবং প্যাক-ম্যান ফোন হোল্ডার অফার করবে। এটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে এসেছে। আসুন OnePlus Nord 2 x Pac-Man Edition ফোনের দাম, প্রাপ্যতা ও ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

OnePlus Nord 2 x Pac-Man Edition দাম ও লভ্যতা

ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ এক্স প্যাক-ম্যান এডিশনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। আগ্রহীরা ওয়ানপ্লাসের এই স্পেশাল এডিশন আজ থেকেই ই-কমার্স সাইট Amazon এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের (OnePlus.in) মাধ্যমে কিনতে পারবেন।

লঞ্চ অফার হিসেবে Amazon-এ ফোনটির সাথে ২,০০০ টাকার কুপন পাওয়া যাবে। অর্থাৎ, ফোনটি ৩৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া নো কস্ট ইএমআই ও অন্যান্য ব্যাংক অফারও রয়েছে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ২ স্মার্টফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। এছাড়া ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও উপলব্ধ। যার দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ২৭,৯৯৯ টাকা।

OnePlus Nord 2 x Pac-Man Edition স্পেসিফিকেশন, ডিজাইন

আগেই বলেছি, ওয়ানপ্লাস নর্ড ২ এক্স প্যাক-ম্যান এডিশনের স্পেসিফিকেশন ওয়ানপ্লাস নর্ড ২ এর অনুরূপ। পার্থক্যের মধ্যে, এই নয়া ফোনের ব্যাক প্যানেলকে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আলোতে এই রিয়ার প্যানেলে প্যাক-ম্যান গেমের প্যাক-আকৃতির চরিত্র দেখা যাবে। আর, অন্ধকারে মেজ বা গোলকধাঁধার মত প্যাটার্ন লক্ষণীয়। এই ‘ইউনিক’ ব্যাক প্যানেল ছাড়াও, ওয়ানপ্লাস নর্ড ২ এক্স প্যাক-ম্যান এডিশন একটি বিশেষ প্যাকেজিং সহ এসেছে। যার মধ্যে একটি প্যাক-ম্যান সিলিকন কেস এবং প্যাক-ম্যান ফোন হোল্ডার রয়েছে৷ তদুপরি, ফোনটির সঙ্গে ফ্রি রেড কেবল ক্লাব লয়্যালেটি মেম্বারশিপ পেয়ে যাবেন ইউজাররা।

ওয়ানপ্লাস, তাদের এই হ্যান্ডসেটে প্যাক-ম্যান-অনুপ্রাণিত ওয়ালপেপার, রিংটোন, আইকন তথা চার্জিং এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক অ্যানিমেশনের সাথে কাস্টম অপারেটিং সিস্টেম অক্সিজেনওএস -কে মার্জ করার জন্য, Pac-Man গেমের ডেভলোপার ‘বান্দাই নামকো এন্টারটেইনমেন্ট’ (Bandai Namco Entertainment) -এর সাথে হাত মিলিয়েছে৷

এবার স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক। এতে দেখা যাবে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এটি অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-এআই প্রসেসর সহ এসেছে। সাথে থাকছে ১২ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি মেমোরি।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, এফ/১.৮৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, এফ/ ২.২৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। একই সাথে, ডিসপ্লের উপরিভাগে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি সেন্সর।

OnePlus Nord 2 x Pac-Man Edition ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে, 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস / এ-জিপিএস / ন্যাভআইসি (NavIC), NFC, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। এছাড়া, থাকছে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। The OnePlus Nord 2 x Pac-Man ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।