2022 Kawasaki Z650RS আর্ন্তজাতিক বাজারে লঞ্চ হল, ভারতে কবে আসবে জেনে নিন

স্পোর্টি-অ্যাগ্রেসিভ স্টাইলের বাইকই যে গ্রাহকদের প্রথম পছন্দ এমনটা নয়। রেট্রো ডিজাইনের মোটরসাইকেল এখনও বাজারে সমান জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকে মূলধরন করেই আর্ন্তজাতিক বাজারে নতুন 2022 Z650RS রেট্রো বাইক লঞ্চ করেছে Kawasaki। আনুষ্ঠানিক ভাবে না জানালেও 2022 Kawasaki Z650RS ভারতে আসার সম্ভাবনা প্রবল। তবে এ দেশে সেটির লঞ্চের দিনক্ষণ এখনও জানা যায়নি।

2022 Kawasaki Z650RS ডিজাইন ও ফিচার

২০২২ কাওয়াসাকি জেড৬৫০ আরএস বাইকে রেট্রো স্টাইলের ছাপ স্পষ্ট। এতে গোল হেডলাইট, কার্ভি ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট স্টাইল হুইল, ফ্ল্যাট স্যাডেল রয়েছে। ফুল-এলইডি লাইটিং এবং একটি সেম-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার – ২০২২ কাওয়াসাকি জেড৬৫০ আরএস-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য।

ইউরোপীয়ান মার্কেটে বাইকটি মেটালিক স্পার্ক ব্ল্যাক, ক্যান্ডি এমারেল্ড গ্রীন, এবং মেটালিক মুনডাস্ট গ্রে/ইবোনি কালার অপশনে পাওয়া যাবে।

2022 Kawasaki Z650RS মেকানিক্যাল স্পেসিফিকেশন

কাওয়াসাকি নিনজা ৬৫০ স্পোর্টস ট্যুরার ও জেড৬৫০ নেকেড রোডস্টারে ব্যবহৃত ৬৪৯ সিসি-র টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে নতুন ২০২২ কাওয়াসাকি জেড৬৫০ আরএস বাইকে। এটি ৬৭.৩ বিএইচপি পাওয়ার এবং ৬৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।

ইঞ্জিন ছাড়াও নিনজা ৬৫০ ও জেড৬৫০-এর হার্ডওয়্যারের সাথে এসেছে কাওয়াসাকি জেড৬৫০ আরএস। যার ফলে এর সামনে ৪১ মিমি টেলিস্কোপিক ফোর্কস ও পিছনে হরাইজনটাল লিঙ্ক মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া বাইকটিতে টুইন ফ্রন্ট ডিস্ক ব্রেক সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক, ও ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে।

2022 Kawasaki Z650RS ভারতে কবে লঞ্চ হবে?

ভারতে ২০২২ কাওয়াসাকি জেড৬৫০ আরএস-এর আত্মপ্রকাশের দিনক্ষণ এখনও অজানা। যদিও চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথমার্ধে বাইকটি ভারতে পা রাখবে বলে আশা করা যায়।

ভারতের বাজারে 2022 Kawasaki Z650RS -এর সঙ্গে Royal Enfield 650 Twins ও Honda CB650R-এর প্রতিযোগিতা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন