দাম ৫০০ টাকার কম, Jio, Airtel, BSNL, ACT-র সেরা ব্রডব্যান্ড প্ল্যানগুলি দেখে নিন

দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা ব্যবহারের জন্য ব্রডব্যান্ড কানেকশনে আগত নতুন গ্রাহকেরা প্রায়শই এন্ট্রি লেভেল রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন। যে সমস্ত প্ল্যান অপেক্ষাকৃত সস্তা দামে তুলনামূলকভাবে বেশি সুযোগ-সুবিধা প্রদান করে, গ্রাহকেরা মূলত সেগুলিকেই নিজেদের জন্য বেছে নেন। তবে দেশীয় বাজারে ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহকারী একাধিক সংস্থার অস্তিত্ব থাকায় গ্রাহকরা সর্বদা লাভজনক ব্রডব্যান্ড প্ল্যানগুলি চিহ্নিত করতে পারেন না। সেক্ষেত্রে তাদের ভাবনা মেটাতে আজ আমরা অগ্রণী ইন্টারনেট সংযোগ প্রদানকারীদের অত্যন্ত সস্তা এবং লাভজনক ব্রডব্যান্ড প্ল্যানগুলির সন্ধান নিয়ে হাজির হয়েছি। নীচে এদের সম্পর্কে প্রতিটি খুঁটিনাটি তথ্য তুলে ধরা হলো।

Reliance Jio

এই অগ্রণী ইন্টারনেট সংযোগ প্রদানকারী সংস্থা ১ জিবিপিএস (Gbps) পর্যন্ত দ্রুত গতির পরিষেবা সরবরাহে সক্ষম। সংস্থার ৩৯৯ টাকার JioFiber প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা ৩০ এমবিপিএস (Mbps) গতিতে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ফেয়ার ইউসেজ পলিসি বা এফইউপি (FUP) সীমা ৩.৩ টেরাবাইট (TB) বা ৩৩০০ জিবি (GB)। এই মুহূর্তে এটি বাজারে উপলব্ধ অন্যতম সুবিধাজনক ব্রডব্যান্ড প্ল্যান যা গ্রাহকদের অবাধে ইন্টারনেট ব্যবহারের ছাড়পত্র দেবে। উল্লেখ্য, উপরে এই প্ল্যানের যে মূল্য বলা হয়েছে তা জিএসটি (GST) বিহীন।

BSNL

রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL -এর ‘Fibre Basic’ প্ল্যানের গ্রাহক হলে সর্বোচ্চ ৩০ এমবিপিএস (Mbps) গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। জিএসটি বাদ দিয়ে বিএসএনএল ‘Fibre Basic’ প্ল্যানের মূল্য ৪৪৯ টাকা। এর এফইউপি ডেটা সীমা ৩.৩ টিবি (TB) বা ৩৩০০ জিবি (GB)।

এছাড়াও BSNL Bharat Fiber সংযোগ ব্যবহারকারীরা মাসিক ৩২৯ টাকার ‘Fiber Entry’ প্ল্যান রিচার্জ করতে পারেন। এটি ২০ এমবিপিএস গতিতে মোট ১০০০ জিবি ডেটা খরচের সুবিধা দেবে। উক্ত ডেটা পরিমাণ নিঃশেষিত হলে পরিষেবার গতি ২ এমবিপিএসে নেমে আসবে।

Airtel Broadband

দেশের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থা (ISP) এয়ারটেল উপভোক্তাদের একাধিক লাভজনক ব্রডব্যান্ড প্ল্যান অফারের জন্য সুপরিচিত। Xstream Fiber কানেকশনের আওতায় এই সংস্থা ৪৯৯ টাকার ‘বেসিক’ ব্রডব্যান্ড প্ল্যান সরবরাহ করে থাকে। এটি রিচার্জ করলে গ্রাহকেরা ৪০ এমবিপিএস গতিতে ৩৩০০ জিবি পর্যন্ত এফইউপি ডেটা খরচ করতে পারবেন। তাছাড়া ‘Airtel Thanks Benefits’ সহ উপলব্ধ আলোচ্য প্ল্যানের সাথে বিনামূল্যে Wynk Music এবং Shaw Academy সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

ACT

বেঙ্গালুরু-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এই সংস্থার ‘ACT Basic’ ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জ করলে প্রতি মাসে ৪০ এমবিপিএস গতিতে ৫০০ জিবি এফইউপি ডেটা খরচ করার সুযোগ পাওয়া যাবে। এমনিতে এই প্ল্যানের দাম ৫৪৯ টাকা হলেও, সাম্প্রতিক অফারের ফায়দা উঠিয়ে গ্রাহকেরা মাসিক ৪৭০ টাকার বিনিময়ে এটি ক্রয় করতে পারেন। তবে সেক্ষেত্রে তাদের পুরো ৬ মাসের জন্য প্ল্যানটি বেছে নিতে হবে। দীর্ঘমেয়াদী পরিষেবা ব্যবহারে আগ্রহীদের জন্য আলোচ্য এই প্ল্যান লাভজনক হবে বলে আমাদের ধারণা।