PAN Card Aadhaar Link: আধার-প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা ফের বাড়াল কেন্দ্র

আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ফের বাড়াল ভারত সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত সংযুক্তিকরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সম্প্রতি আধার-প্যান লিঙ্ক (Aadhaar-Pan link) করার সময়সীমা পুনরায় বাড়িয়েছে কেন্দ্র। আজ কয়েক ঘন্টা আগে ফিনান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্সের মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন, আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।

Aadhaar এবং PAN লিঙ্কের সময়সীমা ফের বাড়ল

বলে রাখি, এই নিয়ে মোট চার বার আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে সংযুক্তিকরণ করার সময় বাড়ানো হল। এর আগে কোভিডের প্রথম ঢেউ পরবর্তী সময়ে ডেডলাইন ৩১শে মার্চ ২০২০ থেকে বাড়িয়ে ৩০শে জুন ২০২০ ধার্য করা হয়। তারপর পুনরায় এই বছরের ৩১শে মার্চ অবধি সময়সীমা বর্ধিত করা হয়েছিল। এরপর ফের এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়। তবে করোনার কারণে মানুষ আরও তিন মাস সময় পেল।

Aadhaar এবং PAN কার্ড লিঙ্ক করা না হলে কী হবে?

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে যে, আধার কার্ডের সাথে লিঙ্ক না করা হলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। আবার নির্ধারিত সময়সীমার মধ্যে লিঙ্ক না করালে ইউজারদের ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ আধার-প্যান সংযুক্তিকরণ না হলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসুবিধা তো হবেই, পাশাপাশি দিতে হবে খেসারতও।

কী ভাবে Aadhaar ও PAN লিঙ্ক করবেন?

এক্ষেত্রে আগ্রহীরা ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠিয়ে আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্ত করতে সক্ষম হবেন। তাছাড়া প্যান সার্ভিস সেন্টারে এ বিষয়ক ফর্ম জমা দিয়েও সংযুক্তিকরণ করা যেতে পারে। একইভাবে অনলাইনে ই-ফাইলিং ওয়েবসাইট থেকেও আধার এবং প্যান লিঙ্ক করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন