আরও সস্তা হল Vivo Y91i, এখন পাবেন ৭৯৯০ টাকা থেকে

ভিভো তাদের বাজেট ফোন Vivo Y91i এর দাম কমিয়ে দিল। অফলাইনের পাশাপাশি এই ফোনটি এখন অনলাইনেও ৫০০ টাকা সস্তায় পাওয়া যাবে। যদিও কোম্পানির তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে মুম্বাইয়ের মহেশ টেলিকম থেকে জানানো হয়েছে ভিভো ওয়াই৯আই এখন ৫০০ টাকা কমে পাওয়া যাবে। এমনকি Amazon থেকেও ফোনটি নতুন দামে পাওয়া যাচ্ছে। আসুন Vivo Y91i এর নতুন দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Vivo Y91i এর নতুন দাম

ভিভো ওয়াই৯আই এর নতুন দাম শুরু হয়েছে ৭,৯৯৯ টাকা থেকে। এই দাম ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। আবার এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের নতুন দাম হয়েছে ৮,৪৯০ টাকা। আগে এই দুই ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ৮,৪৯০ টাকা ও ৮,৯৯০ টাকা। Vivo Y91i ফোনটি ব্ল্যাক ও ওশান ব্লু কালারে পাওয়া যাবে। আপনি ফোনটি নতুন দামে Vivo.com/in, Amazon ও অফলাইনে কিনতে পারবেন।

Vivo Y91i এর স্পেসিফিকেশন

Vivo Y91i ফোনে আছে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ফুল ইন সেল ডিসপ্লে। যার স্ক্রিন রেজোলিউশন ১৫২০x৭২০ পিক্সেল ও আসপেক্ট রেশিও ১৯:৯। এতে আছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি ২২ চিপসেট, ৩ জিবি পর্যন্ত র‌্যাম ও ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ। ডুয়াল ন্যানো সিমের ফোনটি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছিল।

ক্যামেরার কথা বললে এই ফোনে পাবেন এলইডি প্লাসের সাথে ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২ অ্যাপারচার) রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল (এফ/২.২ অ্যাপারচার) ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই ফোনে পাবেন শক্তিশালী ৪০৩০ এমএএইচ-র ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।