IMC 2023: 6G-র আপডেট মিলবে শীঘ্রই, ঘোষিত হল এবারের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের তারিখ

IMC: হালফিলে ভারত প্রযুক্তিগত দিক দিয়ে গোটা বিশ্বে একটি উল্লেখযোগ্য নাম তৈরি করেছে। বিশেষ করে এদেশের প্রায় প্রতিটি কোণায় 5G নেটওয়ার্ক এত তাড়াতাড়ি উপলব্ধ হয়েছে যা একটি রেকর্ডের চেয়ে কম কিছু নয়। এমতাবস্থায় আরও উন্নতির লক্ষ্যে ভারতের সবচেয়ে বড় প্রযুক্তি ইভেন্টের দিনক্ষণ ঘোষণা করেছে সরকার। হ্যাঁ, ঠিকই ধরেছেন! প্রতি বছরের মতো এবারেও টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) এবং সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) সম্মিলিতভাবে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের (Indian Mobile Congress) সপ্তম সংস্করণ অর্থাৎ IMC 2023 আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী ২৭শে অক্টোবর থেকে রাজধানী দিল্লির প্রগতি ময়দানে এই ইভেন্ট আয়োজিত হবে, যা চলবে ২৯শে অক্টোবর পর্যন্ত। আর এই বছরের মানে IMC 2023-এর থিম হল ‘গ্লোবাল ডিজিটাল ইনোভেশন’ (Global Digital Innovation)।

IMC 2023 ও কিছু কথা

এই বছরের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস প্রযুক্তি ইভেন্টের সাথে প্রায় ১,০০,০০০ জন অংশগ্রহণকারী, ৫,০০০ জন সিএক্সও (CXO) লেভেলের প্রতিনিধি, ৩৫০ জনের বেশি স্পিকার এবং ৪০০ জনের বেশি সংযুক্ত থাকবে বলে জানা গিয়েছে। আর যেখানে গত বছর (IMC 2022) কার্যত একই সময়ে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে ৫জি নেটওয়ার্ক উপহার দিয়েছিলেন, সেক্ষেত্রে এবারের ইভেন্টে ৬জি (6G), ৫জি নেটওয়ার্ক সংস্কার, টেলিকম এবং অন্যান্য আরও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে উন্নতির কথা শোনা যাবে। একই সময়ে এতে এআই (AI) অ্যাপ্লিকেশন, এজ (Edge) কম্পিউটিং, ইন্ডাস্ট্রি ৪.০, ইন্ডিয়া স্ট্যাক থেকে শুরু করে স্যাটেলাইট কমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং এবং সেমিকন্ডাক্টর সম্পর্কিত প্রযুক্তি তথ্য পাওয়া যাবে এমনটাও শোনা যাচ্ছে।

এছাড়া একটি মূল স্টার্ট-আপ ইভেন্ট অ্যাসপায়ারও এই বছর আইএমসিতে চালু করা হবে বলে নিশ্চিত হয়েছে। এটি, টেলিকম এবং ডিজিটাল ডোমেইনে ইউথ ইনোভেটর এবং ইন্ডাস্ট্রি প্রোফেশনালদের উৎসাহিত এবং প্রচার করবে। একইসাথে এই অ্যাসপায়ার কাজ করবে ইনভেস্টর জোন, পিচিং জোন, ওয়ার্কশপ জোন এবং নেটওয়ার্কিং জোনের মতো ক্ষেত্রেও। খোদ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই বিষয়গুলি নিশ্চিত করেছেন।

প্রথম IMC ইভেন্ট শুরু হয়েছিল ছয় বছর আগে

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের আয়োজন করা হয়েছিল। তারপর গত ছয় বছর ধরে, এই ইভেন্টটি গোটা বিশ্বে ভারতের ডিজিটাল উপস্থিতি বাড়াতে এবং উদ্ভাবনী, শিল্পের উন্নতিতে সাহায্য করেছে।