Moto X30 Pro হবে প্রথম 200 Megapixel Samsung HP1 ক্যামেরা সেন্সরের ফোন, কবে লঞ্চ জেনে নিন

Motorola আগামী ১১ আগস্ট একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে বলে গতকাল জানা গিয়েছে। এই ইভেন্টে Moto X30 Pro, Moto S30 Pro, Moto Razr 2022 ফোন তিনটির উপর থেকে পর্দা সরানো হতে পারে। এরমধ্যে Moto X30 Pro হতে পারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার প্রথম ফোন। সম্প্রতি একে TENAA-র ডেটাবেসে দেখা গেছে। পাশাপাশি কিছুদিন আগে হ্যান্ডসেটটিকে JD.com সাইটেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই লিস্টিং থেকেই ফোনটির ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা সম্পর্কে জানা গেছে।

Moto X30 Pro আসছে 200 Megapixel Samsung HP1 ক্যামেরা সেন্সর সহ

JD.com এর লিস্টিং অনুযায়ী, মোটো এক্স৩০ প্রো ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেল স্যামসাং এইচপি১ মেইন ক্যামেরা, এই সেন্সরের সাইজ হবে ১/১.১২ ইঞ্চি। এই ক্যামেরা ৩০ এফপিএস-এ ৮কে (8K) ভিডিও রেকর্ডিং করতে পারবে।

এই ক্যামেরার সাথে থাকবে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, যার ফিল্ড অফ ভিউ ১১৭ ডিগ্রি। এটি ম্যাক্রো ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে। এই দুই ক্যামেরার সাথে যুক্ত থাকবে ১২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৬৩ টেলিফটো সেন্সর। পাশাপাশি মোটো এক্স৩০ প্রো ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এছাড়া ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর সহ আসবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। Moto X30 Pro ফোনে পাওয়া যাবে ৪,৫৫০ এমএএইচ ব্যাটারি, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।‌ এতে দেওয়া হবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। সিকিউরিটির জন্য এতে থাকবে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।