৩৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এয়ারটেল গ্রাহকদের জন্য আইফোন কেনার সুবর্ণ সুযোগ

আপনি যদি এয়ারটেল গ্রাহক হন এবং আইফোন কেনার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য সুখবর। কারণ সম্প্রতি Airtel ও Apple জোট বেঁধে iPhone 11 এবং iPhone XR এর উপর ডিসকাউন্ট অফারের ঘোষণা করেছে। যদিও এই সুবিধা কেবল এয়ারটেল পোস্টপেড গ্রাহকরা পাবে। সারা ভারতের এয়ারটেল পোস্টপেড গ্রাহকরা এই অফারের ফায়দা নিতে পারে। যেখানে তারা আইফোন ১১ ও আইফোন এক্সআর এর উপর কমপক্ষে ৩,৪০০ টাকা ডিসকাউন্ট পাবে।

আজ অর্থাৎ ১৫ জুলাই থেকে ১০ আগস্ট ২০২০ পর্যন্ত এই অফার প্রযোজ্য। এরজন্য এয়ারটেল পোস্টপেড গ্রাহকদের Croma অথবা Apple Unicorn Stores থেকে ফোন কিনতে হবে। মনে রাখবেন এই ডিসকাউন্ট অফারের সাথে অন্যান্য ব্যাংক অফার বা এক্সচেঞ্জ অফারের সম্পর্ক নেই।

এই অফারে iPhone XR এর উপর ৩,৬০০ টাকা ও iPhone 11 এর উপর ৩,৪০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। Airtel Thanks App থেকে একটি গ্রাহক একবার এই অফারের সুবিধা নিতে পারবে। অ্যাপে গিয়ে রিওয়ার্ড পেজ থেকে iPhone reward banner এর উপর ক্লিক করতে হবে। এরপরে কোম্পানির তরফে রিডিম কোড দেওয়া হবে, যার মাধ্যমে গ্রাহকরা ডিসকাউন্ট পাবে। অধিক জানতে এয়ারটেলের টার্মস এন্ড কন্ডিশন পেজে ভিজিট করুন।

iPhone 11 ফিচার :

এই ফোনটি iPhone XR এর আপগ্রেড ভার্সন। এটির পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, স্পাটিয়াল অডিও, ডলভি এটমাস সাপোর্ট এবং উন্নত ব্যাটারি ফিচার রয়েছে। iPhone 11 এ আপনি পাবেন ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। এই ফোনে নতুন এ১৩ বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে। আইফোন ১১ ফোনটি আইওএস ১৩ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে।

ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ১২ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল মেন শুটার ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/ ১.৮। আবার মেন ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ফিচারের সাথে এসেছে। মেন ক্যামেরার সাথে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। এর অ্যাপারচার এফ/ ২.৪ এবং ফিলড অফ ভিউ ১২০ ডিগ্ৰী।

ফোনের পিছনের ক্যামেরায় Smart HDR, নাইট মোড, পোর্ট্রেট মোড এবং ৬০ এফপিএস এর সাথে 4K ভিডিও রেকর্ডের সুবিধা আছে। সেলফির জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাহায্যে 4K ভিডিও সহ স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাওয়া যাবে। ব্যাটারির কথা বললে কোম্পানি জানিয়েছে iPhone 11 একবার চার্জে iPhone XR এর থেকে ১ ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে।