Snapdragon 888 প্রসেসর সহ 20 ডিসেম্বর লঞ্চ হচ্ছে গেমিং ফ্রেন্ডলি ফোন iQOO Neo5s

আইকো (iQOO) ক’দিন আগেই একটি Neo ব্র্যান্ডেড স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়েছিল। ডিভাইসটির নাম অবশ্য প্রকাশ করেনি তারা। যদিও কানাঘুষো শোনা যাচ্ছিল, সেটি iQOO Neo5s নামেই আত্মপ্রকাশ করবে। আর আজ সেই জল্পনাতেই শিলমোহর দিল সংস্থাটি। আজ আইকো তাদের অফিসিয়াল ওয়েইবো হ্যান্ডেল থেকে ঘোষণা করেছে, iQOO Neo5s-ই সংস্থার পরবর্তী ফোন, যা আগামী ২০ ডিসেম্বর চীনে অফিসিয়ালি লঞ্চ করা হবে।

iQOO Neo5s-এর প্রমোশনাল পোস্টারের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে, এটি একটি গেমিং ফ্রেন্ডলি ফোন হবে। উল্লেখ্য, এতে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হতে পারে বলে খবর। অর্থাৎ এটি হাই-এন্ড ফোন হবে৷ এছাড়াও অপ্টিমাইজড গেমিং এক্সপেরিয়েন্সের জন্য ফোনে ডুয়াল প্রেসার সেন্সিটিভ সেন্সর থাকতে পারে বলেও জল্পনা শোনা যাচ্ছে।

iQOO Neo5s-এর সামনে একটি পাঞ্চ-হোল (সেন্টার) যুক্ত ডিসপ্লে থাকবে। যা অ্যামোলেড প্যানেল হওয়ার সম্ভাবনা। ডিসপ্লের দৈর্ঘ্য হতে পারে। এটি স্মুদ ইউজার এক্সপেরিয়েন্সের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও হাই টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ফোন ১২ জিবি র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি স্টোরেজ (UFS 3.1) কনফিগারেশনে পাওয়া যেতে পারে।

আইকো নিও৫এস এর ব্যাটারি ক্যাপাসিটির সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। যদিও, এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে জানা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইকো নিও৫এস ফোনে অরিজিন ওএস ওএস ( Origin OS Ocean) ইউজার ইন্টারফেস প্রিইনস্টলড থাকবে। এতে নতুন লক স্ক্রিন ডিজাইন, লাইভ ওয়ালপেপার, ন্যানো নোটিফিকেশন, ন্যানো মিউজিক প্লেয়ার-সহ নানা ইউআইতে নানা পরিবর্তন দেখতে পাবেন ব্যবহারকারীরা।

এছাড়া, মনে করা হচ্ছে আইকো নিও৫এস এ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৯৮ সেন্সর। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করতে পারে।