চলে এল ক্যাম স্ক্যানারের বিকল্প ভারতীয় অ্যাপ Bharat Scanner, সব ফিচার সম্পূর্ণ বিনামূল্যে

Avatar

Published on:

কদিন আগেই ভারতে ব্যান করা হয়েছে Cam Scanner কে। এটি একটি জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ ছিল। তবে এই অ্যাপটি ব্যান হওয়ার পর যারা হতাশ হয়েছিলেন তাদের জন্য চলে এল ভারতীয় অ্যাপ Bharat Scanner Cam Scanner। এই অ্যাপটিতে ব্যবহারকারীরা ডকুমেন্ট স্ক্যান থেকে শুরু করে পিডিএফ তৈরির সুবিধা পাবেন। এই অ্যাপের বিশেষ দিক হল এই অ্যাপটির সমস্ত ফিচার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

ভারত স্ক্যানার অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ। এই অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করেছে এবং এটি গুগল প্লে-স্টোরে ৪.৪ পয়েন্টের রেটিং পেয়েছে। অ্যাপ্লিকেশনটির সাইজ ৩৬ এমবি। এই অ্যাপটি তৈরী করেছে বিআইটিএস পিলানির একটি দল।

Bharat Scanner Cam Scanner এর বিশেষত্ব :

১ . ব্যবহারকারীরা সহজেই নথি স্ক্যান করতে পারবেন।

২ . এই অ্যাপ্লিকেশনটিতে বিভিন্ন ফিল্টার সাপোর্ট করবে।

৩ . ব্যবহারকারীরা পিডিএফ হিসাবে তাদের নথি রাখতে পারেন।

৪ . ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশন থেকে স্ক্যান করা নথিগুলি মেল এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥