Free Fire Max Redeem Code For 16 December 2022 Rewards: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

Updated on:

Garena Free Fire Max Redeem Code 16 2022

Free Fire Max Redeem Code 15 December 2022: Garena Free Fire MAX গেমটি সাধারণ গ্যারেনা ফ্রি ফায়ারের উচ্চতর ভার্সন। এখানে রয়েছে উন্নততর গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ক্যারেক্টারের ব্যবহার। যা সহজেই গেমারদের মন ছুয়ে গেছে। শুধু কি তাই? দিনরাত প্লেয়ারদের এই অ্যাডভেঞ্চার সমৃদ্ধ রয়্যাল ব্যাটেল গেমে ব্যস্ত রাখার জন্য সংস্থার তরফে প্রতিদিন রিলিজ করা হচ্ছে Free Redeem Code। এই কোড ব্যবহার করে গেমাররা বিনামূল্যে জিতে নিতে পারবেন বিভিন্ন ইনগেম আইটেম। তাই পয়সা খরচ না করে এই জনপ্রিয় গেমটির মজা নিতে চাইলে দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

Garena Free Fire Max Redeem Code 16 December 2022 Today Free FF Rewards

• FKJH BNJK OPOL

• FMKL POIU YTFD

• JCDK CNJE 5RTR

• FDRD SASE RTYH

• FU821 OUYT RDVB

• FHBV CDFQ WERT

• FMKI 88YT GFD8

• KLLP DJHD DBJD

• EDXX DSZS SDFG

• HDFH DNBH NDJL

• VFGV JMCK DMHN

• NDJD FBGJ FJFK

How to Redeem Garena Free Fire Max Redeem Code (গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড কীভাবে রিডিম করবেন)

• আজ অর্থাৎ ১৬ ডিসেম্বরের রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ ভিজিট করুন।

• এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করুন।

• এবার উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

• একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ। সুতরাং তাড়াতাড়ি করুন এবং কোড রিডিম করুন। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।

সঙ্গে থাকুন ➥