WhatsApp-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন জেনে নিন

Avatar

Published on:

২০১৮ সালে বেটা টেস্টারদের জন্য সর্বপ্রথম লঞ্চ হয় ইউপিআই বেসড সার্ভিস WhatsApp Payment। তবে ২০২০ সালের নভেম্বর মাস থেকে প্রায় সমস্ত ভারতীয় ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপের এই ফিচারটি উপলব্ধ হয়। ন্যাশনাল পেমেন্ট কন্ট্রোল অফ ইন্ডিয়া ও হোয়াটসঅ্যাপের যৌথ উদ্যোগে চালু হয় হোয়াটসঅ্যাপ পেমেন্ট সিস্টেম। পরবর্তীকালে দেশের প্রায় ২২৭টিরও বেশি ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। সংস্থার এই অভিনব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিমেষে ফোনের মাধ্যমে টাকা পাঠাতে এবং রিসিভ করতে পারেন। পাশাপাশি অ্যাকাউন্ট ব্যালেন্সও চেক করা যাবে এই ফিচার ব্যবহার করে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন (How to check your bank account balance using WhatsApp)

• প্রথমে আপনাকে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে।

• এরপর ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে ‘Payment’ অপশনে ট্যাপ করতে হবে, আর আইফোন ব্যবহারকারীদের ‘Setting’ অপশনে যেতে হবে।

• এবার পেমেন্টে ঢুকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।

• সেখানে গিয়ে অ্যাকাউন্ট
ব্যালেন্সের ওপর ট্যাপ করে ইউপিআই পিন দিতে হবে।
এরপরই ব্যবহারকারীর মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে অ্যাকাউন্ট ব্যালেন্স।

এবার চলুন দেখে নিই টাকা পাঠানোর বা রিসিভ করার
পর কীভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন।

• প্রথমে পেমেন্ট স্ক্রিনে গিয়ে, Payment method’-এ ট্যাপ করতে হবে।

• এরপর ‘View account balance’ ট্যাপ করুন।

• হোয়াটসঅ্যাপের সঙ্গে যদি আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকে তাহলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি জানতে চাইছেন সেই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন।

• এবার আপনার ইউপিআই পিন দিন। এরপরই আপনি আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন আপনার নির্দিষ্ট ওই অ্যাকাউন্টের ব্যালেন্স।

সঙ্গে থাকুন ➥