Huawei Nova 8 SE Vitality Edition দুর্দান্ত ক্যামেরা ও 40W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, জেনে নিন দাম

Avatar

Published on:

Huawei গত বছরের নভেম্বরে MediaTek Dimensity প্রসেসর এবং চারটি রিয়ার ক্যামেরা সহযোগে Nova 8 SE স্মার্টফোন লঞ্চ করেছিল। Nova 8 SE আত্মপ্রকাশ করার প্রায় মাস নয়েক পরেই Huawei তাদের এই স্মার্টফোনের 2021 এডিশন লঞ্চ করল। যার নাম রাখা হয়েছে Huawei Nova 8 SE Vitality Edition। মূলত Nova 8 SE-এর ডাউনগ্রেড ভার্সন হিসেবে এসেছে Nova 8 SE Vitality Edition। ডিভাইসটির প্রধান হাইলাইট Huawei-এর নিজস্ব Kirin 710A প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং 40W ফাস্ট চার্জিং। আসুন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Huawei Nova 8 SE Vitality Edition স্পেসিফিকেশন

নতুন ডিজাইনের হুয়াওয়ে নোভা ৮ এসই ভাইটালিটি এডিশন স্মার্টফোনে ৬.৬  ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রিন টু বডি রেশিও ৯৪ শতাংশ। ফোনে অক্টা কোর কিরিন ৭১০এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

অরিজিনাল নোভা ৮ এসই-এর পিছনে বর্গাকার কোয়াড ক্যামেরা সেটআপ ছিল। কিন্তু হুয়াওয়ে নোভা ৮ এসই ভাইটালিটি এডিশন স্মার্টফোনের ব্যাক প্যানেলে উল্লম্ব ভাবে অর্থাৎ লম্বালম্বি বা ‘ভার্টিক্যালি’ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। এছাড়া ম্যাক্রো ও ডেপ্থ শ্যুটের জন্য ২ মেগাপিক্সেল দুটি ক্যামেরা রয়েছে। ফোনের সামনে আছে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

হুয়াওয়ে নোভা ৮ এসই ভাইটালিটি এডিশন পাবেন ৪,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ৪জি কানেক্টিভিটির সাথে এসেছে।

Huawei Nova 8 SE Vitality Edition দাম

Huawei Nova 8 SE Vitality Edition এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সিঙ্গেল মেমরি ভ্যারিয়েন্টের দাম ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২১,৭৩৪ টাকা)। ফ্রস্ট সিলভার এবং ম্যাজিক নাইট ব্লু কালার অপশনে এটি উপলব্ধ। ভারত সহ অন্যান্য দেশে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥