আইফোনের সবচেয়ে সস্তা 5G মডেল, iPhone SE 3 আগামী বছরে লঞ্চ হবে

Avatar

Published on:

২০২২ সালে বড়সড় চমক দেবে Apple৷ আগামী বছরের প্রথমার্ধে iPhone-এর সবচেয়ে সস্তা 5G মডেল লঞ্চের মুখ দেখতে পারে। A14 Bionic প্রসেসর ও 5G মোডেম নিয়ে টেক জায়েন্টটি iPhone SE-এর নতুন মডেলের উপর নাকি কাজ শুরু করেছে। Digitimes তাদের প্রতিবেদনে এমনই দাবি করেছে। রিপোর্টে বলা হয়েছে, iPhone SE-এর 5G সমর্থিত নতুন মডেলের নাম হবে iPhone SE 3।

iPhone SE 3 আগামী বছরের প্রথমার্ধে লঞ্চ হবে

প্রসঙ্গত, সম্প্রতি প্রখ্যাত অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো (Ming Chi Kuo) দাবি করেছিলেন, আইফোন এসই-এর ২০২২ মডেলে অ্যাপল প্রসেসর আপগ্রেড করার পথে হাঁটবে। আপগ্রেডের অর্থ, আপকামিং আইফোন এসই এ১৪ বায়োনিক প্রসেসর সহ আসতে পারে। সুপারফাস্ট পারফরম্যান্সের পাশাপাশি 5G সাপোর্টের জন্য এটি সুপারফাস্ট কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স দেবে। তিনি আরও বলেছিলেন, আইফোন এসই ২০২২ বা আইফোন এসই ৩ মডেল আগামী বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে।

iPhone SE 3 তে থাকতে পারে A15 Bionic Soc

তবে Nikkei Asia-র দাবি, এ১৫ বায়োনিক প্রসেসর ও ৫জি নেটওয়ার্ক সাপোর্টের জন্য স্ন্যাপড্রাগন এক্স৬০ মোডেম-সহ আইফোন এসই ৩ আত্মপ্রকাশ করবে। এতএব, আসন্ন আইফোনে এ১৪ নাকি এ১৫ বায়োনিক প্রসেসর ব্যবহার হবে, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ণ রয়ে গেল।

বিদ্যমান ৪.৭ ইঞ্চি আইফোন এসই-এর মতো আসন্ন আইফোন এসই ৩ একইভাবে ডিজাইন করা হবে। সুতরাং, আগের মতোই এতে বেজেল সহ সেই ছোট স্ক্রিনের দেখা মিলবে। এছাড়া ডিসপ্লেতে এলসিডি প্যানেল ব্যবহার করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥