২০২১ সালে লঞ্চ হবে Jio Glass, চশমার সাহায্যে হবে ভিডিও কলিং

Avatar

Published on:

রিলায়েন্স কিছুদিন আগেই তাদের ৪৩ তম সাধারণ বার্ষিক সভায় সামনে এনেছিল Jio Glass। যদিও এখনও এই স্মার্ট গ্লাস বাজারে আসেনি। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, ২০২১ এ ব্যবসায়িকভাবে লঞ্চ হবে জিও গ্লাস। আবার এর দাম ও যথেষ্ট বেশি হবে বলেই রিপোর্টে জানানো হয়েছে। এই স্মার্ট গ্লাসের ওজন হবে ৭৫ গ্রাম। এটি স্মার্টফোনের সাথে যুক্ত করতে হয়।

The Mobile Indian এর এই রিপোর্টে বলা হয়েছে, আপাতত গ্লাসের জন্য কনটেন্ট ইকোসিস্টেম ডেভেলপ করতে কাজ করা হচ্ছে। যতদিন না এটি তৈরী হয় ততদিন Jio Glass আসবেনা। প্রসঙ্গত সাধারণ বার্ষিক সভায় RIL এর প্রেসিডেন্ট Kiran Thomas এই স্মার্ট চশমা পড়েছিলেন। এবং তিনি জানিয়েছিলেন স্মার্টফোন ছাড়া এটি একা একা কাজ করতে পারেনা। আসুন জিও গ্লাস সম্পর্কে আপাতত যা সামনে এসেছে তা জেনে নিই।

প্রথমত ডিজাইনের কথা বলা যাক। বোসের ফ্রেম এবং স্ন্যাপচ্যাটের চশমা একসাথে করলে যেরকম দেখাবে সেরকম দেখতে এই জিও গ্লাস। এই জিও গ্লাস ওজনে মাত্র ৭৫ গ্রামের মতো। জিও গ্লাসে আপনারা মাঝখানে একটি ক্যামেরা পাবেন। এছাড়াও জিও গ্লাসে আপনারা বিল্ট-ইন স্পিকার পাচ্ছেন এবং সঙ্গে থাকছে ব্যাটারি। এই ব্যাটারি চশমার দুটি হাতলে আটকানো রয়েছে।

অডিও এবং ভিডিওর দিক থেকে দেখতে গেলে, রিলায়েন্স জিওর এই নতুন প্রোডাক্ট, জিও গ্লাস আপনাকে দারুন এক্সপেরিয়েন্স দেবে। এই জিও গ্লাস ডিভাইসে এইচডি কোয়ালিটি ভিডিও এবং সব ধরনের অডিও ফরম্যাট সাপোর্ট করে।

জিওর এই নতুন প্রোডাক্টে ইতিমধ্যেই ২৫টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে। রিলায়েন্স জিও তরফ থেকে জানানো হয়েছে যে তারা, কিছুদিনের মধ্যে আরও সাপোর্ট যোগ করতে চলেছে তাদের জিও গ্লাসে।

জিওর এই নতুন প্রোডাক্টে মিক্সড রিয়ালিটি সাপোর্ট করে। অর্থাৎ ব্যবহারকারীরা একসাথে কনফারেন্স কল এ যুক্ত হতে পারেন। এখানে আপনারা নিজেদের ৩ ডি অথবা ২ ডি অবতার ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যবহারকারীরা বড় ভার্চুয়াল স্ক্রিনে নিজেদের কনটেন্ট শেয়ার করতে পারেন এই নতুন সার্ভিসে। অকিউলাস ভি আর হেডসেটে যেরকম এক্সপেরিয়েন্স আপনারা পান, ঠিক সেরকম এক্সপেরিয়েন্স আপনারা জিও গ্লাসে পেয়ে যাবেন ভিডিওর ক্ষেত্রে।

সবশেষে, রিলায়েন্স জিওর জিও গ্লাস সম্পূর্ণরূপে ভয়েস কম্যান্ড সাপোর্টেড। ডেমোতে এই ব্যাপারে সম্পূর্ণ ভাবে জানানো হয়নি। কিন্তু একটি জায়গায় দেখা গিয়েছে যে, শুধুমাত্র ওয়েক শব্দটি উচ্চারণ করলেই জিওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিও গ্লাসের মাধ্যমে আপনার ভিডিও কল শুরু করে দিতে পারে।

সঙ্গে থাকুন ➥