Mi 11 Pro ফোনে থাকবে হোল পাঞ্চ ডিসপ্লে, কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে Galaxy S21

Avatar

Published on:

আগামী বছরের প্রথম কোয়ার্টারে লঞ্চ হবে স্যামসাংয়ের ফ্ল্যাগশীপ Galaxy S21 সিরিজের ফোন S21, S21+, এবং S21 Ultra। তবে স্যামসাংকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে ইতিমধ্যে শাওমিও তার ফ্ল্যাগশিপ ফোন Mi 11 এবং Mi 11 Pro-এর ওপর কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি Mi 11 ফোনটিকে গিকবেঞ্চে দেখা গিয়েছিল। এবার এর প্রিমিয়াম ভ্যারিয়েন্ট Mi 11 Pro-এর ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হল।

জনৈক এক টিপস্টার জানিয়েছেন, Xiaomi Mi 11 Pro ফোনে হোল পাঞ্চ ও কার্ভড এজ যুক্ত কোয়াডএইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হবে। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Mi 10 Pro ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছিল। যার রিফ্রেশ রেট ছিল ৯০ হার্টজ। সুতারাং এখানেও বড়োসড়ো আপগ্রেড দেখা যাবে। পূর্বে কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল, Mi 11 ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। যার মধ্যে থাকবে ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। এর পিক্সেল সাইজ হবে ০.৮ মাইক্রন।

গিকবেঞ্চে RMX2194 মডেল নাম্বারযুক্ত Mi 11 ফোনটিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট, এবং ৬ জিবি র‌্যামের সাথে অর্ন্তভুক্ত করা হয়েছিল। এটি অন্য র‌্যাম ভ্যারিয়েন্টেও উপলব্ধ হবে এবং Mi 11 সিরিজের দুটি ফোনেই একই চিপসেট থাকবে বলে অনুমান করা যায়। গিকবেঞ্চ থেকেও এও জানা গেছে যে, ফোনদুটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ১১ ভার্সনে চলবে।

গিকবেঞ্চে Mi 11 সিঙ্গেল কোর টেস্টে ১১০৫ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৩৫১২ পয়েন্ট স্কোর করেছিল। এখন এও শোনা যাচ্ছে, Mi 11 ফোনটিতে ১১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে এর প্রিমিয়াম ভ্যারিয়েন্ট Mi 11 Pro, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসতে পারে। যদিও শাওমির তরফ থেকে Mi 11 সিরিজ সর্ম্পকিত কোনো তথ্যই এখনো প্রকাশ করা হয় নি। তবে ধরে নেওয়া যায়, Samsung এর Galaxy S21 সিরিজ লঞ্চ হওয়ার পিঠোপিঠি সময়েই শাওমি, Mi 11 সিরিজ লঞ্চ করে দিতে পারে।

সঙ্গে থাকুন ➥