লঞ্চ হওয়ার আগেই দাম সহ ওয়েবসাইটে Moto G50, থাকবে এই বিশেষ বিশেষ ফিচার

Avatar

Published on:

Motorola কয়েকদিন আগেই ভারতে লঞ্চ করেছে Moto G10 Power এবং Moto G30। এছাড়াও শীঘ্রই কোম্পানিটি Moto G100 নামে একটি মিড রেঞ্জ ফোন লঞ্চ করবে। এই ফোনটি আসলে চীনে লঞ্চ হওয়া Moto Edge S এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। তবে এর সাথে মোটোরোলা আরও একটি জি সিরিজের ফোন বাজারে আনতে চলেছে, যার নাম Moto G50। আজ স্পেনের একটি রিটেল ওয়েবসাইটে এই ফোনকে দাম সহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

paratupc.es এর নামের এই ওয়েবসাইট অনুযায়ী, মোটো জি৫০ ফোনটির মডেল নম্বর হবে XT2137-1 ES। এবার ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর দাম হবে ২২৯ ইউরো, যা প্রায় ২০,০০০ টাকার সমান।

যদিও রিটেল ওয়েবসাইটে Moto G50 এর স্পেসিফিকেশন উল্লেখ নেই। তবে এর আগে জানা গিয়েছিল এই ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট সহ লঞ্চ হবে। যেহেতু দাম অনেকটাই কম, তাই আমাদের অনুমান এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০জি বা স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হতে পারে। গিকবেঞ্চ থেকে আগেই এই ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছিল।

এদিকে মোটো জি৫০ ফোনটিতে এইচডি প্লাস টিয়ার ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ফোনের নচের মধ্যে থাকবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে দেখা যাবে ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর সাথে ২০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥