নতুন ম্যাপ নিয়ে আসছে Call of Duty Mobile সিজেন ৯, তৈরী করা যাবে নিজস্ব অস্ত্র

Published on:

তরুণ প্রজন্মের একাংশ মজে আছে টেনসেন্টের Call of Duty Mobile গেমটিতে। নির্মাতা সংস্থাটিও প্রায়ই গেমারদের জন্য নতুন ম্যাপ, সিজন বা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। আপনিও যদি এই গেমটি খেলতে পছন্দ করেন, তবে আপনার জন্য আজ রয়েছে সুখবর। খুব শীঘ্রই গেমটিতে আসতে চলেছে একটি বড়সড় আপডেট। আসলে Call of Duty Mobile গেমটির পরবর্তী সিজন (সিজন-৯) অফিশিয়ালি রোল-আউট করার আগেই ডেভেলপাররা গেমটিতে কিছু ফিচার সংযোজন করতে শুরু করেছে।

আসন্ন নবম সিজনে মাল্টিপ্লেয়ার এবং ব্যাটেল রয়্যালে আপনি নিজস্ব অস্ত্র তৈরি করতে পারবেন, গানস্মিথ (Gunsmith) নামে একটি নতুন আইটেমের মাধ্যমে এই নতুন ফিচারটি পাওয়া যাবে। এছাড়াও কল অফ ডিউটি সিজন-৯ এর আসবে নতুন ‘শিপমেন্ট ১৯৪৪’ ম্যাপ। এই নতুন মানচিত্রটি একটি ছোট ওয়ার জোন। মনে করা হচ্ছে এটি বর্গাকার অঞ্চলে ছড়িয়ে থাকবে, এবং একটি পরিত্যক্ত ডকইয়ার্ডে সেট করা আছে বলে মনে হবে।

লেআউটটি দুটি মূল অঞ্চলে ছড়িয়ে থাকবে। প্রথমটি দুটি ইন্টারসেক্টেড লেনে থাকবে, দ্বিতীয়টি পেরিমিটারে থাকবে। কল অফ ডিউটি ​​গেমের ছোট আকারের ম্যাপটিতে তাৎক্ষণিক অ্যাকশন দেখা যাবে। এতে আপনার ক্যারেক্টারটিকে বারবার মুভ করতে এবং ধারালো ও হালকা অস্ত্র সাথে রাখতে হবে। এই ম্যাপে শটগানস এবং SMGs কার্যকরী হতে পারে।

https://twitter.com/PlayCODMobile/status/1291403659759300611

এই সমস্ত নতুন ফিচার ছাড়াও, কল অফ ডিউটি প্লেয়াররা ‘শিল্ড ট্যুরেট’ নামে একটি নতুন স্কোরস্ট্রিক শুরু করতে পারবে। এই নতুন স্কোরস্ট্রিকটির সাহায্যে শত্রুকে হত্যা করার জন্য দ্রুত এবং নির্ভুল সুযোগ পাওয়া যাবে।

জানা গিয়েছে, কল অফ ডিউটি ​​মোবাইল সিজন-৯ আসতে কিছুটা দেরি হচ্ছে। তবে আগস্টের মাঝামাঝি এই সিজনটি এসে যাবে। আপাতত গেমটিতে আরো দুদিনের জন্য সিজন-৮ চ্যালেঞ্জ বাড়ানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥