আসছে Oppo Reno 5 এর Marvel Edition, দেখা গেল সার্টিফিকেশন সাইটে

Avatar

Published on:

চীনা স্মার্টফোন কোম্পানি, Oppo কে আমরা একটি সিরিজের একাধিক এডিশন লঞ্চ করতে পূর্বেও দেখছি। সেক্ষেত্রে ব্যতিক্রম নয় সদ্য লঞ্চ হওয়া Oppo Reno 5 5G সিরিজ। ডিসেম্বরের শেষ লগ্নে বাজারে পা রাখা এই সিরিজের Oppo Reno 5 Pro+ 5G মডেলের Artist Limited Edition ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার Oppo Reno 5 Marvel Edition কে থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেল।

প্রসঙ্গত এর আগেও অপ্পো কে আমরা বিশ্বের জনপ্রিয় কসমিক বুক পাবলিশার, Marvel এর সাথে হাত মেলাতে দেখেছি। ২০১৯ সালে অপ্পো তাদের F11 Pro ফোনের Avengers Limited Edition লঞ্চ করেছিল। মনে করিয়ে দেই ওইবছর বিশ্বের সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা পেয়েছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম। এর প্রায় দুবছর পর অপ্পো ফের তাদের রেনো ৫ ফোনের মার্ভেল এডিশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

যদিও আমাদের দুর্ভাগ্য যে NBTC সার্টিফিকেশন সাইট থেকে Oppo Reno 5 Marvel Edition এর ডিজাইন বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। এখানে ফোনটিকে CPH2159 মডেল নম্বর সহ দেখা গেছে, যার সাথে LTE কানেক্টিভিটি থাকবে।

Oppo Reno 5 5G এর কথা বললে ফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) ওলেড ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে এসেছে। আবার এতে আছে ৬৫ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জ সাপোর্টযুক্ত ৪৩০০ এমএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনের পিছনে আছে – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা। আবার এর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥