Paytm, Google Pay কে টেক্কা দিতে শীঘ্রই ইউপিআই ভিত্তিক পেমেন্ট পরিষেবা আনছে Realme

Avatar

Published on:

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Realme কিছুদিন আগেই টাকা পয়সা লেনদেনের জন্য PaySa লঞ্চ করেছিল। এবার এতে ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) বেসড পেমেন্টের সুবিধা দেওয়া হবে। রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ PaySa অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট ট্রান্সফারের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন।

যা থেকে বুঝে নিতে খুব একটা অসুবিধা হয়না যে, Realme PaySa শীঘ্রই Google Pay, Paytm এবং Xiaomi এর Mi Pay এর বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। গত ডিসেম্বরে রিয়েলমি তাদের PaySa পেমেন্ট সিস্টেম এনেছিল, যেখানে ব্যবহারকারীরা ৮,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারতো।

Realme PaySa অ্যাপের মাধ্যমে ইউপিআই ভিত্তিক একটি লেনদেনের ছবি টুইট করেছিলেন মাধব শেঠ। এখানে তিনি কাউকে ১০১ টাকা ট্রান্সফার করেছেন। ছবিতে এও পরিষ্কার হয়েছে যে রিয়েলমি ইউপিআই লেনদেনের জন্য HDFC ব্যাংকের সাথে হাত মিলিয়েছে। যদিও ঠিক কবে সবার জন্য ইউপিআই পরিষেবা উপলব্ধ হবে তা জানা যায়নি। তবে মাধব শেঠ জানিয়েছেন, ইউপিআই ভিত্তিক পেমেন্ট সাপোর্ট বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এটি সমস্ত ব্যবহারকারীর জন্য আনা হবে।

রিয়েলমি তাদের এই PaySa অ্যাপেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িদের লেনদেন সহজতর করতে লঞ্চ করেছিল। এই পরিষেবার জন্য রিয়েলমি ফিনটেক স্টার্টআপ FinShell এর সাথে হাত মিলিয়েছিল। এই অ্যাপের মাধ্যমে পার্সোনাল লোন ও দেওয়া হয়ে থাকে।

সঙ্গে থাকুন ➥