Samsung Galaxy A22 হতে পারে ‘সবচেয়ে সস্তা’ 5G ফোন, ফাঁস হল রেন্ডার

Avatar

Published on:

গত মাসে Galaxy A52 ও Galaxy A72 লঞ্চ করার পর Samsung, Galaxy A সিরিজের আরও একটি স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ফোনটির নাম হতে পারে Samsung Galaxy A22, যা Galaxy A21 স্মার্টফোনের উত্তরসূরী মডেল হবে। ফোনটি ইতিমধ্যে ভারতে BIS-এর ছাড়পত্র পেয়েছে। তাই ফোনটির ভারতে আগমন একপ্রকার নিশ্চিত। এরমধ্যে জনপ্রিয় টিপস্টার অনলিকস হ্যান্ডসেটটির রেন্ডার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভয়েসে শেয়ার করলেন। এছাড়াও, গ্যালাক্সি এ২২ এর স্পেসিফিকেশন একে স্যামসাংয়ের সবচেয়ে সস্তা 5G ফোন হওয়ার দিকেও ইঙ্গিত দিচ্ছে।

রেন্ডার অনুসারে স্যামসাং গ্যালাক্সি এ২২ স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে থাকবে। আয়তনে ডিভাইসটি ১৬৭.২x৭৬.৪x৮.৭ মিমি। ফোনের ব্যাক প্যানেল প্ল্যাস্টিকের হবে। ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এ২২ ট্রিপল ক্যামেরা রিয়ার সেটআপ সহ আসবে। আবার যদি স্মার্টফোনের নিচের দিকে চোখ রাখা যায় তাহলে ৩.৫ মিমি অডিও জ্যাক চোখে পড়বে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পাওয়ার বাটনে এম্বেড থাকবে।

রিপোর্ট অনুসারে Samsung, Galaxy A22-এর ৪জি ও ৫জি ভার্সন লঞ্চ করার পরিকল্পনা করছে। যদিও হার্ডওয়্যার স্পেসিফিকেশন নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান। SM-A225F মডেল নম্বর সহ এর ৪জি ভার্সন সম্প্রতি বিআইএস-এর ডেটাবেসে দেখা দিয়েছে। আবার এর ৫জি ভার্সনের মডেল নম্বর SM-A226B বলে জানা গিয়েছে। গ্যালাক্সি এ২২ ৫জি স্মার্টফোনের দাম ২ লক্ষ সাউথ কোরিয়ান ওন (প্রায় ১৩ হাজার ৪১৭ টাকা) হবে বলে জল্পনা রয়েছে।

Samsung Galaxy A22 দক্ষিণ কোরিয়া, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, এবং ইউরোপের কিছু দেশে লঞ্চ হতে পারে। কবে লঞ্চ হবে তা অবশ্য অজানা। তবে রেন্ডার লিক ও সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়ার মতো বিষয়গুলি ইঙ্গিত দিচ্ছে যে, খুব শীঘ্রই স্মার্টফোনটির ঘোষণা হয়ে যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥