Samsung Galaxy A52 5G এর লঞ্চ আসন্ন, ফাঁস ফিচার

Avatar

Published on:

স্যামসাং (Samsung) চলতি বছরের প্রথম কোয়ার্টারে যেসব ফোন লঞ্চ করবে, তার মধ্যে অন্যতম হল Galaxy A52। ইতিমধ্যে আমরা জেনেছি, স্যামসাং ফোনটিকে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটির পাশাপাশি যেসব অঞ্চলে 5G অনুপস্থিত, সেখানে 4G ভ্যারিয়েন্টে লঞ্চ করবে। অতি সম্প্রতি, Samsung Galaxy A52 4G আমেরিকার Federal Communications Comission বা FCC দ্বারা সার্টিফায়েড হয়েছিল। এবার ফোনটির 5G ভ্যারিয়েন্টও FCC-এর শংসাপত্র লাভ করেছে।

Samsung Galaxy A52 5G ফোনটি SMA526B/DS (DS-এর অর্থ ডুয়েল সিম) এবং SM-A526B  মডেল নম্বর সহ FCC-এর ডেটাবেসে স্পট করা হয়েছে। ইতিমধ্যে, FCC সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Galaxy A52-এর ৪জি ভার্সনের দেখা মিলিছে। সুতারাং বলা যায়, ফোনদুটি 4G/5G ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, গতবছর নভেম্বরে গিকবেঞ্চে SM-A526B মডেল নম্বরের সাথে Samsung Galaxy A52 5G ফোনটির বেঞ্চমার্কিং করা হয়েছিল। তখন আমরা জানতে পেরেছিলাম, ফোনটি ৬ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১, এবং কোয়ালকম স্ম্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর সহ আসবে। ফোনটি গিকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে ২৯৮ পয়েন্ট ও মাল্টি কোর টেস্টে ১০০১ পয়েন্ট অর্জন করেছিল।

Samsung Galaxy A52 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এস-অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লে সহ আসবে। ডিসপ্লের মধ্যে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। স্টোরেজ হিসাবে থাকতে পারে ৬ জিবি/ ৮ জিবি র‌্যাম এবং ৬৪/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ৮.৪ মিমি পাতলা হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A52 5G ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে যার প্রাইমারি সেন্সর হবে ৬৪ মেগাপিক্সেলের। আবার ফোনটিতে থাকবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই-এ। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥