Suzuki GSX-S1000GT: সুজুকির নয়া স্পোর্টস ট্যুরিং বাইক গ্লোবাল মার্কেটে লঞ্চ হল, ভারতে কবে আসবে জানুন

Avatar

Published on:

গ্লোবাল মার্কেটে পদার্পণ করল Suzuki GSX-S1000GT। এটি কোম্পানির অপর স্ট্রিট বাইক GSX-1000-এর উপর ভিত্তি করে তৈরিা৷ তবে নতুন GT ভার্সনের স্পোর্টস ট্যুরিং স্টাইলের সাথে ম্যাচ করার জন্য এতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে ৷ মার্কেটে Suzuki GSX-S1000GT তার প্রধান প্রতিপক্ষ হিসেবে পাবে Kawsaki Ninja 1000SX বাইকটিকে ৷

Suzuki GSX-S1000GT মোটরসাইকেলে শার্প লাইন ও ক্রিজের সাথে ফুল-ফেয়ারিং ও লম্বা উইন্ডস্ক্রিন রয়েছে ৷ পিছনের অংশটি বেশ বড়৷ সিট চওয়া হওয়ার ফলে চালক ও আরোহী আরাম করে বসতে পারবে ৷ বাইকটির সমগ্র সিলুয়েট কিছুটা Kawasaki H2X-এর মতো ৷ আবার এর স্পটলাইট স্টাইলের এলইডি হেডলাইটের সঙ্গ Yamaha Tracer 7-এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ৷

Suzuki GSX-1000-এর মতো  GSX-S1000GT স্পোর্টস ট্যুরিং বাইকে ৯৯৯ সিসি-র ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিনে দেওয়া হয়েছে ৷ এটি ১৫০ বিএইচপি পাওয়ার ও ১০৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম ৷ বাইকের সাসপেনশন কিটে রয়েছে সম্পূর্নরূপে অ্যাডজাস্টেবল কেওয়াইবি ৪৩ মিনি ইউএসডি ফোর্কস এবং রিবাউন্ড অ্যাডজাস্টেবল মনোশক ৷

অত্যাধুনিক ইলেকট্রনিক্স ফিচারে সজ্জিত Suzuki GSX-S1000GT ৷ বাইকে ৬.৫ ইঞ্চি ফুল-কালার টিএফটি ডিসপ্লে রয়েছে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে৷ যার ফলে নেভিগেশন কন্ট্রোল, কল ও এসএমএস এলার্টের সুবিধা পাওয়া যাবে ৷ আবার ডিসপ্লে থেকেই রাইড মোড এবং ট্র্যাকশন লেভেল কন্ট্রোল করা যাবে ৷ এ ছাড়া বি-ডিরেকশনাল কুইকশিফটার, ক্রুজ কন্ট্রোল, লো-আরপিএম  অ্যাসিস্ট – Suzuki GSX-S1000GT-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য ৷

যুক্তরাজ্যে ইতিমধ্যেই বাইকটির সেল শুরু হয়ে গিয়েছে ৷ এটি সামনের বছরেই ভারতে আসবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥