বিনামূল্যে কোডিং শেখার সেরা ওয়েবসাইটগুলি দেখে নিন

Avatar

Published on:

‘কোডিং’ শব্দটা উচ্চারণ করা যতটা সহজ কিন্তু আয়ত্ত্বে আনা ততটাই কঠিন। তবে আপনি যদি কোনো ভালো প্রোগ্রামার হতে চান তাহলে কোডিং জানা অত্যন্ত জরুরি। প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট সহ ডিজিটাল দুনিয়ার প্রায় সব কাজেই কোডিং এর দরকার হয়। সেক্ষেত্রে আপনি কোডিং শিখতে বড় বড় ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে পারেন। তবে আজ আমরা কয়েকটি ওয়েবসাইটের কথা বলবো যেগুলি থেকে আপনি বেসিক কোডিং শিখতে পারবেন।

MIT Open Courseware

আপনি এখানে কম্পিউটার সাইন্স ও কোডিংয়ের MIT লেভেল কনটেন্ট বিনামূল্যে পাবেন। এখানে Python, C প্রভৃতি কোর্স আছে।

The Odin Project

এই ওয়েবসাইট থেকে আপনি কোডিং এর বেসিক জ্ঞান পেতে পারেন। এখানে বেশ কয়েকটি কোর্স বিনামূল্যে করতে পারবেন।

Hackr.io

বিনামূল্যে Python, JavaScript, Java, Android প্রভৃতি শেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল এটি।

Google Android Training

আপনি এখানে গুগলের এক্সপার্টদের থেকে বিনামূল্যে কোডিং শিখতে পারেন। এখানে Android Development, Web Development প্রভৃতি কোর্স উপলব্ধ।

সঙ্গে থাকুন ➥