Redmi K40 সহ এই ছয়টি ফোনে এল নতুন MIUI 12.5 Enhanced এডিশন আপডেট, আপনার ফোন পাচ্ছে কিনা জেনে নিন

Avatar

Published on:

শাওমি গত সপ্তাহে Mi Mix 4-এর লঞ্চ ইভেন্টে অপ্রত্যাশিতভাবে MIUI 12.5 কাস্টম স্কিনের Enhanced এডিশনের ঘোষণা করেছিল৷ ওই ইভেন্টে বলা হয়েছিল, প্রথম ক্ষেপে ১৩ অগাস্ট থেকে শাওমির বেশ কয়েকটি হ্যান্ডসেটে MIUI 12.5 Enhanced এডিশনের আপডেট রোলআউট করা হবে৷ প্রতিশ্রুতি মতো, MIUI-এর লেটেস্ট আপডেটটি শাওমি ও রেডমির স্বল্প সংখ্যক স্মার্টফোনে পৌঁছতে শুরু করেছে৷

MIUI 12.5 Enhanced এডিশনের বিশেষত্ব

এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশনের মূল কথা ‘অপ্টিমাইজেশন’৷ এতে নতুন কোনও ফিচার যোগ করা হয়নি৷ মূলত এফিসিয়েন্সি বাড়ানোর লক্ষ্যেই নিজেদের মোবাইল সফটওয়্যারের লেটেস্ট ভার্সন এনেছে শাওমি৷

শাওমির আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, প্রথম ক্ষেপে শাওমি ও রেডমির মোট ১২টি প্রিমিয়াম ফোনে নতুন সফটওয়্যারটি রোলআউট করা হচ্ছে৷ এখনও পর্যন্ত Mi MIX 4, Mi 10 Pro, Mi 10S, Redmi K40, Redmi K30 Pro, Redmi K30S Ultra-ফোনে MIUI 12.5 Enhanced এডিশনের আপডেট উপলব্ধ৷

উল্লেখ্য, শাওমি এখনও গ্লোবাল মার্কেটে এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশনের ঘোষণা করেনি৷ ফলে ফোনগুলির ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট এই মুহূর্তে ওই আপডেট পাবে না৷ তবে আশা করা শীঘ্রই কোম্পানির তরফে ঘোষণা করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥