সুখবর, Xiaomi-র এই সাতটি ফোনে এল MIUI 12.5 আপডেট, জুড়বে একগুচ্ছ নতুন ফিচার

Avatar

Published on:

প্রায় এক বছর আগে নিজের মোবাইল ডিভাইসগুলির জন্য নতুন ডিজাইন বা অ্যানিমেশনযুক্ত ইন্টারফেস এবং অন্যান্য মজাদার ফিচার সমেত ‘MIUI 12’ নামক কাস্টম স্কিন আপডেট প্রকাশ করে Xiaomi। সংস্থার ইউজার মহলে এই অ্যান্ড্রয়েড আপডেটটি বেশ সমাদৃতও হয়। এরপর গত ডিসেম্বরে Mi 11 ফোনের লঞ্চ ইভেন্টে চীনা টেক জায়ান্টটি ঘোষণা করে যে, তারা MIUI 12-এর আপডেটেড ভার্সন হিসেবে MIUI 12.5 নিয়ে আসবে, যা অ্যান্ড্রয়েড ১১ ওএসের ওপর ভিত্তি করে চলবে। সেক্ষেত্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আজ রয়েছে একটি সুখবর! রিপোর্ট অনুযায়ী, Xiaomi এবার তার বহুল প্রতীক্ষিত MIUI 12.5 আপডেটটি কয়েকটি নির্বাচিত হ্যান্ডসেটের জন্য রোলআউট করতে শুরু করেছে।

Gizchina নামক জনপ্রিয় টেক নিউজ পোর্টাল জানিয়েছে, Xiaomi আপাতত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে সাতটি ডিভাইসের জন্য এই আপডেটের লভ্যতার কথা ঘোষণা করেছে যেখানে Mi 11 সিরিজ, Mi 10 সিরিজ এবং Mi 9 SE ডিভাইসের উল্লেখ রয়েছে। এই সমস্ত ডিভাইসগুলিতে MIUI 12.5-এর স্টেবল ওভার দ্য এয়ার (OTA) আপডেট মিলছে (বা মিলবে) বলে জানা গিয়েছে।

যে সমস্ত ডিভাইসের জন্য MIUI 12.5 আপডেট প্রকাশিত হয়েছে:

Mi 11 Ultra,
Mi 11 Pro,
Mi 11,
Mi 10 Ultra,
Mi 10 Pro,
Mi 10 এবং Mi 9 SE

তবে বলে রাখি, এই মুহুর্তে আপডেটটি কেবল চীনের অর্থাৎ শাওমির দেশীয় বাজারের ডিভাইসগুলির জন্যই উপলব্ধ হয়েছে, ফলে যারা চীনের বাইরে বসবাস করেন এবং এই ফোনগুলি ব্যবহার করেন তারা এখনই এটির সুবিধা উপভোগ করতে পারবেন না। তাছাড়া অন্যান্য জায়গায় কবে এই আপডেটটি পাওয়া যাবে সে বিষয়েও সংস্থাটি কিছু জানায়নি।

কী বিশেষত্ব এই MIUI 12.5 কাস্টম স্কিনের?

এই আপডেটটি ফোনের সফ্টওয়্যারকে উন্নত-দ্রুত করে তুলবে এবং ফোনের স্টোরেজ বাঁচাবে। অন্যান্য ফিচারের কথা বললে, এই আপডেটের পর ফোনে ভাল জেসচার, ফাস্ট রেসপন্স টাইম, উন্নত অ্যানিমেশন, নতুন ওয়ালপেপার, নোটিফিকেশন টিউন এবং কিছু নতুন সিকিউরিটি ফিচার পাওয়া যাবে। আবার প্রাইভেসি ফিচারের ক্ষেত্রে ক্লিপবোর্ড প্রোটেকশন, ফাইল স্টোরেজ, ব্রাউজার জাতীয় নতুন অপশনও দেখা যেতে পারে।

অন্যান্য যেসব Xiaomi ফোনে ভবিষ্যতে MIUI 12.5 আপডেট আসবে:

Redmi Note 9T,
Redmi Note 9S,
Redmi Note 9 Pro 5G,
Redmi Note 9 5G,
Redmi Note 8 Pro,
Redmi Note 8,
Redmi Note 10 Pro,
Redmi K30S Ultra,
Redmi K30i 5G,
Redmi K30 Ultra,
Redmi K30 5G,
Redmi K30,
Redmi K20 Pro,
Redmi 10X Pro,
Redmi 10X 5G,
POCO X3 NFC,
POCO X3,
Mi Note 10 Pro,
Mi Note 10 Lite,
Mi Note 10,
Mi CC9 Pro,
Mi CC9 Meitu Edition,
Mi CC9,
Mi 9T Pro,
Mi 9 Pro 5G,
Mi 9 Lite,
Mi 9,
Mi 8,
Mi 11 Lite Zoom,
Mi 11 Lite 4G,
Mi 10T Pro,
Mi 10T Lite,
Mi 10T,
এবং Mi 10 Lite.

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥