বাজারে একাই রাজ করবে Poco, নতুন ফোনের ফিচার্স শুনে সবার চোখ কপালে!

শাওমি (Xiaomi) অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড পোকো (Poco) তাদের Poco X6 সিরিজ এবং Poco M6 Pro 4G ফোনটির গ্লোবাল লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১১ জানুয়ারি আয়োজিত একটি অনলাইন ইভেন্টে এই হ্যান্ডসেটগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। অফিসিয়াল লঞ্চের আগে কোম্পানি Poco M6 Pro 4G-এর আরও কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছে, যা ইঙ্গিত দেয় ফোনটি দুর্ধর্ষ হতে চলেছে।

Poco M6 Pro 4G-এর মেমরি এবং ক্যামেরা স্পেসিফিকেশন

পোকো গ্লোবাল তাদের অফিসিয়াল এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, পোকো এম৬ প্রো ৪জি-তে রেসপন্সিভ ইউজার এক্সপেরিয়েন্সের জন্য ১২০ হার্টজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ থাকবে। এছাড়া, ফোনটি ৬৭ ওয়াট টার্বো চার্জিং-সাপোর্টেড ব্যাটারি এবং ফটোগ্রাফির জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করবে।

ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, পোকো এম৬ প্রো ৪জি-তে মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা চিপসেট থাকবে। এদিকে, অ্যামাজনের সংযুক্ত আরব আমিরশাহীর শাখা (Amazon UAE)-এর ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী, পোকো এম৬ প্রো ৪জি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। ফোনটির সামনের দিকে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সেদেশে ফোনটি ৮৯৯ দিরহাম (প্রায় ২০,০০০ টাকা) মূল্যে লঞ্চ হতে পারে।

জানিয়ে রাখি, পোকো সম্প্রতি আসন্ন Poco X6 Pro-এর আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছে। জানা গেছে, এই পোকো ফোনটি হবে সদ্য উন্মোচিত Redmi K70E-এর গ্লোবাল রিব্র্যান্ড। এই রেডমি ফোনটি আনটুটু-তে বর্তমানে সেরা-পারফর্মিং মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে স্বীকৃত, তবে রিব্র্যান্ডেড Poco X6 Pro-এর লক্ষ্য বাজেট-সচেতন গেমারদের সাশ্রয়ী মূল্যে হাই-পারফরম্যান্স বিকল্প অফার করা।