SBI গ্রাহকরা সাবধান, PAN কার্ডের তথ্য আপডেট করার নামে পাঠানো হচ্ছে ভুয়ো SMS

সাইবার অপরাধের ঘটনাগুলি দিন দিন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। স্ক্যামাররা নিরীহ মানুষকে বোকা বানানোর এবং তাদের কষ্টার্জিত অর্থ চুরি করার নতুন উপায় খুঁজে বেড়াচ্ছে। মানুষকে ধোঁকা দেওয়ার সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি হল টেক্সট বা হোয়াটসঅ্যাপ মেসেজ। সম্প্রতি নতুন একটি জালিয়াতির ঘটনা সামনে এসেছে, যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI) এর নামে প্রতারকরা মানুষকে তাদের শিকার বানাচ্ছে।

মেসেজে ইউজারদের প্যান কার্ডের বিশদ আপডেট করতে বলা হচ্ছে

পিআইবি ফ্যাক্ট চেক টিম সম্প্রতি জানিয়েছে যে, জালিয়াতরা এসবিআই অ্যাকাউন্ট হোল্ডারদের একটি টেক্সট মেসেজ পাঠাচ্ছে। যেখানে তারা সাধারণ মানুষকে তাদের এসবিআই ইয়োনো (SBI YONO) অ্যাকাউন্ট আপডেট করতে এবং পুনরায় সক্রিয় করার জন্য প্যান কার্ডের বিশদ আপডেট করতে বলছে। যদিও এসবিআই এর তরফে এই ধরনের কোনো‌ নির্দেশ দেওয়া হয়নি।

SBI YONO অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে মেসেজ পাঠানো হচ্ছে

বেশ কয়েকটি এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার একটি টেক্সট মেসেজ পেয়েছেন, যেখানে বলা হয়েছে যে তাদের ইয়োনো অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করার জন্য তাদের প্যান নম্বর আপডেট করতে হবে। এই মেসেজটিতে একটি লিঙ্ক রয়েছে, যেখানে ক্লিক করে তথ্য দিলেই হ্যাকাররা তা হাতিয়ে নেবে। এই মেসেজে প্রেরকের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে এসবিআই-এর নামেও যদি আপনিও একই ধরনের মেসেজ পেয়ে থাকেন, তাহলে বিশ্বাস করবেন না।

কীভাবে ভুয়ো SBI মেসেজ রিপোর্ট করবেন

আপনি যদি আপনার এসবিআই অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও মেসেজ পেয়ে থাকেন এবং আপনি এটিকে ভুয়ো বলে মনে করেন, তবে আপনার সেই মেসেজ সম্পর্কে অভিযোগ করা উচিত। এর জন্য, আপনি report.phishing@sbi.co.in -এ ইমেল করতে পারেন, বা হেল্পলাইন নম্বর – 1930 এ কল করতে পারেন।