Twitter কে টেক্কা দিতে এল স্বদেশী সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম Tooter

ভারতকে আত্মনির্ভরতার পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলে এল স্বদেশী সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম Tooter। জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতোই এর ইউজার ইন্টারফেস ও লোগো হোয়াইট-ব্লু কালারের। তবে টুইটারের এই ইন্ডিয়ান ভার্সন সদ্য লঞ্চ হয়েছে এমনটা নয়। ভারত সরকার জুন মাসের দিকে যখন চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করা শুরু করেছিল, তখনই Tooter লঞ্চ হয়েছিল বলে খবর। আমরা দেখতে পেয়েছি, প্লে স্টোরে Tooter অ্যাপটি ৩ সেপ্টেম্বর রিলিজ করা হয়েছিল। তবে এতদিন পর গতকালই এর উপস্থিতি ভাইরাল হয়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। আসুন টুটারে সাইন আপ থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়গুলি বিস্তারিত জেনে নেওয়া যাক।

টুটারে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন

এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে Tooter অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে বা টুটারের অফিসিয়াল ওয়েবসাইট tooter.in-এ যেতে হবে।   ইউজারনেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে তারপর পাসওয়ার্ড কনফার্ম করে টুটারের পরিষেবার শর্তাবলীর সাথে সম্মতি জানিয়ে সাইন আপ করা যাবে। তবে ইমেলের মধ্যে জিমেল ও ইয়াহু মেল ব্যতীত অন্য কোনো ইমেল আইডি দিয়েই সাইন আপ করার অপশান রাখা হয় নি। অ্যাপেলের অ্যাপস্টোরেও Tooter এখনো উপলব্ধ হয় নি বলে জানা গেছে।

টুটারে কি করতে পারবেন

টুটার ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের ওপর তাদের মতামত জানানো, ছবি ও ভিডিও শেয়ার, ফিডে পোস্ট পড়া, কাউকে অনুসরণ করা, পরিচিত বা অপরিচিতদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। বলতে গেলে টুইটারের প্রায় সমস্ত ফাংশানই আপনি টুটারে পাচ্ছেন। টুইটারের পোস্ট গুলি যেমন ‘tweets’ নামে অভিহিত করা হয়। তেমনি টুটারের পোস্টগুলির পোশাকি নাম ‘toots’।

টুটারে কারা আছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট রাজনৈতিক ব্যাক্তিত্বদের টুটারে ভেরিফায়েড প্রোফাইল আছে বলে শোনা গেছে। এছাড়া কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টিরও একটি অফিসিয়াল অ্যাকাউন্ট টুটারে আছে বলে খবর। সেলিব্রিটিদের মধ্যে টুটারে আছেন বিরাট কোহলি, অভিষেক বচ্চন, মহেন্দ্র সিং ধোনি।

Tooter Pro

টুটার তার ব্যাবহারকারীদের প্রোফাইল আপগ্রেড করারও সুযোগ দিচ্ছে। টুটারের প্রিমিয়াম ভার্সন Tooter Pro-তে আপগ্রেড করার জন্য ব্যবহারকারীদের বার্ষিক একহাজার টাকা খরচ করতে হবে। Tooter Pro মেম্বাররা ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি পোস্ট সিডিউল করা, গ্রুপ তৈরি করা, বড়ো ভিডিও এবং ছবি আপলোড, ইন-ফিড প্রোমোশান রিমুভ করা এবং পোস্টের টেক্সট বোল্ড বা ইটালিক ফ্রন্টে কম্পোজ, আন্ডারলাইন করতে পারবেন।

সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতে একের পর এক চাইনিজ অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর থেকেই তাদের বিকল্প হিসেবে লঞ্চ হয়েছে একাধিক স্বদেশী অ্যাপ। এগুলির ব্যবহারকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। স্বদেশী আন্দোলন ২.০ বলে নিজেকে উল্লেখ করা Tooter, টুইটারের বিকল্প হিসেবে কতটা প্রতিষ্ঠা করতে পারবে তা এখন সময়ই বলবে।