Indane, HP, Bharat Gas-এর হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করার পদ্ধতি, জানুন সহজ পদ্ধতি

যুগের সাথে মানুষের জীবন যাপনের ধারাও পরিবর্তিত হয়েছে। ফলস্বরূপ আমাদের ব্যবহৃত সরঞ্জামগুলিও দিন কে দিন আরো আপগ্রেড হয়ে উঠছে। যেমন মাটির উনুন বা স্টোভের বদলে এখন প্রায় প্রত্যেকেই বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে সেখানেও এসেছে আধুনিকতা। লাইনে ঘন্টার পর ঘন্টা না দাঁড়িয়ে এখন ফোন কল করে বা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp এর মাধ্যমেও গ্যাস সিলিন্ডার বুক করা যায়। আজ এই প্রতিবেদনে আমরা Indane, HP, Bharat গ্যাস কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করা যায় সেবিষয়ে জানাবো।

WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার পদ্ধতি

Indane GAS গ্রাহকরা এই ভাবে সিলিন্ডার বুক করতে পারেন

আপনি যদি ইন্ডেন গ্যাসের গ্রাহক হন, তাহলে আপনাকে LPG গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে কল করতে হবে। আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলিন্ডার বুক করার জন্য আপনাকে রেজিস্টার মোবাইল নম্বর থেকে ‘REFILL’ লিখে ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।

HP GAS গ্রাহকরা এই ভাবে সিলিন্ডার বুক করতে পারেন

আপনি যদি এইচপি গ্যাসের গ্রাহক হন, তাহলে আপনাকে LPG গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ৯২২২২০১১২২ নম্বরে কল করতে হবে। তবে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সিলিন্ডার বুক করতে পারেন। তার জন্য আপনাকে ‘BOOK’ লিখে ৯২২২২০১১২২ নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে। বুকিংয়ের পাশাপাশি এখন থেকে আপনারা সাবসিডি সম্পর্কেও জানতে পারবেন। উল্লেখ্য, আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে ম্যাসেজটি পাঠাতে হবে।

Bharat GAS গ্রাহকরা এই ভাবে সিলিন্ডার বুক করতে পারেন

আপনি যদি ভারত গ্যাসের গ্রাহক হন, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে LPG গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ১৮০০২২৪৩৪৪ নম্বরে মেসেজ করতে হবে। তারপর ‘১’ বা প্রথম আপশনটি বেছে নিতে হবে। এরপর, বুকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে কনফার্মেশন ম্যাসেজ পাঠানো হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন