লঞ্চের আগেই OnePlus Ace 2 Pro-র প্রসেসর ও ডিসপ্লের বড় তথ্য ফাঁস, কী কী চমক দেখুন

ওয়ানপ্লাস (OnePlus) গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে Ace 2 সিরিজের অধীনে OnePlus Ace 2 এবং Ace 2V স্মার্টফোনগুলি চীনের মার্কেটে লঞ্চ করেছে। বর্তমানে কোম্পানিটি এই সিরিজের পরবর্তী ডিভাইস হিসাবে OnePlus Ace 2 Pro লঞ্চ করতে চলেছে। আর এখন ফোনটির লঞ্চের আগেই এক সুপরিচিত টিপস্টার এর প্রসেসর এবং ডিসপ্লে স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

OnePlus Ace 2 Pro-এর প্রসেসর এবং ডিসপ্লে স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে আসন্ন ওয়ানপ্লাস এস২ প্রো-এর প্রসেসর এবং ডিসপ্লে ফিচারগুলি প্রকাশ করেছেন। তার দাবি, আসন্ন স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হবে এবং এতে ১.৫কে (1.5K) আল্ট্রা-ন্যারো কার্ভড স্ক্রিন থাকবে।

তিনি এর সাথে আরও যোগ করেছেন যে, স্মার্টফোনটি বিওই (BOE) দ্বারা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও, শোনা যাচ্ছে যে আসন্ন ওয়ানপ্লাস এস২ প্রো মডেলটি পূর্বে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস এস ২ স্মার্টফোনে ব্যবহৃত একই ক্যামেরা এবং ব্যাটারি অফার করবে। ডিভাইসটি এবছরের তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Ace 2 Pro-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন

আসন্ন ওয়ানপ্লাস এস২ প্রো-তে সম্ভবত ১,২৪০x২,৭৭২ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির স্ক্রিন রেজোলিউশন সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, OnePlus Ace 2 Pro-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের দুটি অতিরিক্ত সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 2 Pro-এ ৫,০০০ ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।