OnePlus 12 ও OnePlus 12R কিনতে কত খরচ হবে? লঞ্চের আগেই দাম সামনে এল

OnePlus 12 মডেলটি OnePlus 12R এর চেয়ে বেশি প্রিমিয়াম ফোন হবে

ভারতে OnePlus 12 এবং OnePlus 12R এর দাম লঞ্চের আগেই প্রকাশ্যে এল। আগামী ২৩ জানুয়ারি ভারতে ডিভাইস দুটি আসছে। যারপর স্পষ্ট যে OnePlus 12 মডেলটি OnePlus 12R এর চেয়ে বেশি প্রিমিয়াম ফোন হবে। টিপস্টার যোগেশ ব্রার এগুলির দাম ফাঁস করেছেন।
 
OnePlus 12 এবং OnePlus 12R এর দাম (সম্ভাব্য)

টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে ওয়ানপ্লাস ১২ এর আনুমানিক দাম ৫৮,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে রাখা হবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। টিপস্টারের মতে, ওয়ানপ্লাস ১২ সবুজ ও কালো রঙে আসবে।

অন্যদিকে, OnePlus 12R ভারতে ৪০,০০০ থেকে ৪২,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। এটি নীল এবং কালো রঙে পাওয়া যাবে।

চীনে OnePlus 12 এর বেস মডেলটির মূল্য শুরু হয়েছে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৬০০ টাকা) থেকে। এই মূল্য ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৫০০ টাকা)। আবার এর ১৬ জিবি + ১ টিবি এবং ২৪ জিবি + ১ টিবি ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬২,৪০০ টাকা) এবং ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৮,২০০ টাকা)।

OnePlus 12 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি কিউএইচডি+ ২কে ওএলইডি এলটিপিও ১২০ হার্টজ ডিসপ্লে, ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস।

চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর

রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮০৮ ওআইএস প্রধান ক্যামেরা + ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স + ৬৪ মেগাপিক্সেল ওভি ৬৪বি পেরিস্কোপ লেন্স ৩এক্স টেলিফটো জুম। 

সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ সেন্সর। 

ব্যাটারি: ৫,৪০০ এমএএইচ ব্যাটারি (১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং)।