একটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটি Android ফোনে, এই অ্যাপের সুবিধা জানেন কি?

দীর্ঘ সময় ধরে WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর মাল্টি-ডিভাইস ফিচার নিয়ে অপেক্ষায় ছিলেন ইউজাররা, কিন্তু ফিচারটি আসার পর এটি ততটাও প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। কারণ এখনো পর্যন্ত ফিচারটি একটির বেশি ফোনে (তার সাথে কম্পিউটার বা একটি আইপ্যাডে) WhatsApp অ্যাক্সেস করার সুযোগ দেয়নি। তবে আপনি যদি দুটি অ্যান্ড্রয়েড ফোনে একটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে আপনাকে মাল্টি-ডিভাইস বৈশিষ্ট্যের উপর নির্ভর করতে হবে না। হ্যাঁ ঠিকই পড়েছেন। খুব সহজেই আপনি নিজের অ্যাকাউন্টটি একটির বেশি মোবাইলে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এই সুবিধা পেতে আপনাকে তৃতীয় পক্ষের দ্বারস্থ হতে হবে। আসুন বিস্তারিত জেনে নিই…

কীভাবে দুটি ফোনে একটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করবেন

এর জন্য আপনাকে Whatscan Pro (হোয়াটস্ক্যান প্রো) নামক একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটি গুগল প্লে স্টোরে সহজেই পাওয়া যায়। অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে। অর্থাৎ আপনার প্রাথমিক বা সেকেন্ডারি ফোন আইফোন হলে এটি কাজ করবে না।

১. এক্ষেত্রে একবার আপনি অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে, নিশ্চিত করুন যে আপনার ফোনগুলি একটি স্টেবল ওয়াইফাই কানেকশনের সাথে সংযুক্ত রয়েছে।

২. আপনি যে সেকেন্ডারি ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান সেটিতে ওয়েব ব্রাউজার এবং হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন।

৩. ফোনের মোবাইল ব্রাউজার খুলুন এবং হোয়াটসঅ্যাপ হোম পেজে যান।

৪. দ্বিতীয় ফোনে প্রদর্শিত QR কোডটি স্ক্যান করুন। এতে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ফোনে হোয়াটসঅ্যাপ ওয়েব দ্বারা লগ ইন হয়ে যাবে।

তবে মনে রাখবেন, খুব ঘন ঘন ডিভাইস পাল্টাবেন না বা বারবার হোয়াটস্ক্যান প্রো দ্বারা লগ ইন করবেন না। এতে হোয়াটসঅ্যাপ সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করতে পারে। তাছাড়া হোয়াটসঅ্যাপ এটি ব্যবহারের অনুমতি দেয়না, তাই অ্যাপটির সুবিধা নেবেন কিনা সে ঝুঁকি সম্পূর্ণ আপনার।